চাঁদপুরে বিদ্যা দেবীর আরাধনা

রিফাত কান্তি সেন
Published : 1 Feb 2017, 08:34 PM
Updated : 1 Feb 2017, 08:34 PM

জাঁকজমকপূর্ন অনুষ্ঠান আর অনারম্বর দেবীর আরাধনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিদ্যা দেবী সরস্বতী পূজা। সকাল থেকেই দেবী আরাধনায় ব্যস্থ ছিলেন দেবী ভক্তরা। বিদ্যা, সঙ্গীত, জ্ঞানের দেবীর পূজা-অর্চনায় মুখরিত ছিলো মণ্ডপগুলো।

চাঁদপুরের প্রতিটি মণ্ডপই অসাধারণ সৃষ্টিশীলতার মাধ্যমে সাজানো হয়। ধুপধুনো আর দেবীর আরাধনায় মুখরিত ছিলো মণ্ডপের চারিপাশ। বিশেষ করে শিক্ষার্থীরা দেবীর আরাধনায় মগ্ন ছিলেন। বিদ্যাদেবীর সান্নিধ্যে নিজেকে উজাড় করে দেয়া,ছোটদের হাতে খড়ি সহ বিদ্যার দেবীকে প্রান ভরে ডেকেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

চাঁদপুরের আনাচ-কানাচে কয়েকশ মণ্ডপে এবার দেবীর আরাধনার আয়োজন করা হয়। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরস্বতী পূজার আয়োজন করে থাকে। ধ্যান, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি সবই যেন আজ মাতার নিকট প্রার্থনা করছেন দেবী ভক্তরা।

চাঁদপুরের উল্লেখযোগ্য মন্দিরগুলো হলো কালীবাড়ি, গোপাল জিউ আখড়া, রামকৃষ্ণ আশ্রম, গুয়াখোলা, শাহাবাড়ি, মেথারোড, আদালত পাড়া, পুরাণ বাজার দাসপাড়া, হরিসভা, ঘোষ পাড়া, পাল পাড়া, বাতাসা পট্টি, বড়ষ্টেশন হরিজন এলাকা, বাসস্টেন্ড হরিজন উল্লেখযোগ্য।

ছবি কৃতজ্ঞতায়ঃ কুমার বিশ্বজিৎ অপু।