একজন শিক্ষক রোবায়েত ফেরদৌস!

রিফাত কান্তি সেন
Published : 19 Feb 2017, 01:41 AM
Updated : 19 Feb 2017, 01:41 AM

"সত্য জানার যে কি বিপদ! চিন্তা যত দুর্ধর্ষ হোক না কেন সে চিন্তা প্রকাশ করতে দেয়া উচিত। এবং জানালা খোলা থাকতে হবে, কিছু ধূলাবালি জানালা দিয়ে আসতে পারে তবে যেটা বেশি আসবে তা হলো আলো। তাই জানালা খোলা রাখতেই হবে।"

— রোবায়েত ফেরদৌস।

সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।"

যদি সুযোগ থাকতো তবে স্যারের নিকট আরো কিছু শিখতে যেতাম। অনেক কিছু শিখেছি, আমার সাথে যেন স্যারের কথা বলার অনেক মিল খুঁজে পেয়েছি।