কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কাপ ফাইনালে জয়ী লাল-সবুজ একাদশ

রিফাত কান্তি সেন
Published : 26 Sept 2017, 02:16 AM
Updated : 26 Sept 2017, 02:16 AM

প্রতিবারের মত এবারও কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রধান শিক্ষক কাপ ফুটবলের আসর (প্রশিকা) কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭। ২৩ সেপ্টেম্বর বিকেলে লাল-সবুজ বনাম প্রগতি দলের খেলা অনুষ্ঠিত হয়। এতে লাল-সবুজ ট্রাইব্রেকারে জয় লাভ করে।

এর আগে প্রথমে ২৫ করে ৫০ মিনিটের খেলা অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ১৯ মিনিট সময়ে কর্নার কিক থেকে গোল পায় প্রগতি একাদশ। এর কিছুক্ষণ পর ২৩ মিনিট সময়ে দারুণ এক গোলে সমতা ফিরান লাল-সবুজ দলের স্ট্রাইকার রাকিব। রাকিব দুর্দান্ত এক গোলে সমতা ফিরান খেলায়।

নির্দিষ্ট সময়ের খেলা গোল শূন্য ভাবে শেষ হয়। খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে রিফাত, হৃদয়,রাকিব, রাহেদুল, জাহেদ এর দুর্দান্ত শট আর গোল রক্ষক রবিনের একান্ত প্রচেষ্টায় লাল সবুজ ৫ -৪ গোলে জয়লাভ করে। ম্যান অফ দ্য ম্যাচ লাভ করেন লাল-সবুজ দলের গোল রক্ষক 'রবিন'।

এর আগে জাতীয় সংগীতের মাধ্যেমে ফাইনাল খেলা আরম্ভ হয়। বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এ সময় দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করে। উক্ত খেলায় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: সেলিম খাঁন। ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্র মিত্র। খেলায় উপস্তিত ছিলেন, অভিভাবক সদস্য- আলিফ খাঁন, আবুল হোসেন ভূঁইয়া, আলমগীর হোসেন দর্জি।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, সহ-প্রধান মোঃ মোজাম্মেল হোসেন, সিনিয়র শিক্ষক: মোঃ মিজানুর রহমান, সালাউদ্দিন পাটোওয়ারী, পংকজ শর্মা, হারনুুর রশিদ, খন্ডকালীন শিক্ষক: অশোক সিংহ রায়, রিফাত কান্তি সেন, বাকী বিল্লাহ, শিব্বির হোসেন, আ:মান্নান, আবুল হোসেন, নাছিমা।

এছাড়া খেলা দেখতে জনতার ব্যাপক ভীড় লক্ষ্য করা যায়।