সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে হবে: চাঁদপুর জেলা তথ্য অফিসার

রিফাত কান্তি সেন
Published : 13 Oct 2017, 07:14 AM
Updated : 13 Oct 2017, 07:14 AM

জেলা তথ্য অফিস চাঁদপুরের আয়োজনে সরকারের উন্নয়ন, সাফল্য অর্জন, ভিশন ২০২১, এসডিজি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী মহিলা সমাবেশ কড়ৈতলী উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ, চাঁদপুরে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি জনাব মো: নূরুল হক, বিশেষ অতিথি মো: এনায়েত উল্লাহ সাবেক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। ৩ নং ওয়ার্ড ইউ সদস্য জনাব আলী হায়দার উজ্জল। প্রধান অতিথি বলেন, বাল্য বিবাহ, মাদক, জঙ্গি নির্মূল এবং শিক্ষিত মানব সম্পদ গঠনে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হলো মায়েরা। এ সময় তিনি সরকারের বিভিন্ন সাফল্য এবং কার্যক্রম সম্বন্ধে সকলকে অবহিত করেন এবং উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জনাব মোঃ বেলায়েত হোসেন, সহকারী তথ্য অফিসার, চাঁদপুর।এ সময় তিনি সরকারের সাফল্য-উন্নয়ন ভাবনা ও অর্জন নিয়ে উপস্থিতিদের সামনে বক্তব্য তুলে ধরেন। তিনি আরো বলেন, 'দেশের উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপে যাতে সকলের অংশ গ্রহন থাকে এবং সবাই এর সুফল ভোগ করতে পারে সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।সরকারের উন্নয়ন ও ডিজিটাল কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক প্রতিষ্ঠা সর্ম্পকে সকলকে অবহিত করেন।'বিশেষ অতিথি জনাব মোঃ এনায়েত উল্লাহ জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরে সরকারের ভূমিকা সম্পর্কে সকলকে অবহিত করেন। সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্র মিত্র সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপণ করেন। এছাড়া ও সহকারি শিক্ষক রিফাত কান্তি সেনের সঞ্চালনায় অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন রোমানা পারভীন এবং শর্মিতা মিত্র।