নষ্ট হবে না তো হেমন্তের ফসল?

রিফাত কান্তি সেন
Published : 9 Dec 2017, 01:33 PM
Updated : 9 Dec 2017, 01:33 PM

হেমন্ত মানেই প্রকৃতিতে শীতের প্রাকলগ্ন। প্রকৃতিতে শীত শীত ভাব মাত্র দেখা দিয়েছে ক'দিন হলো। হেমন্ত উৎসবও গেলো কদিন আগে। কৃষকেরা এসময় তাদের মাঠের ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করেন। এসময় বৃষ্টি খুব একটা দেখা যায় না। আবার প্রকৃতি রূপ বদল হতেও তো দেরী করে না। হেমন্তে ধান পাকে, কৃষকের মুখে হাসি ফোঁটে।

হেমন্তের সেই ধান এখনো পরিপূর্ণভাবে ঘরে তোলেনি কৃষক। ক্ষেতে পাকা ধান আর কৃষকের দুঃশ্চিন্তা উভয় যেন মিশে একাকার। বৃষ্টি যেন চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে শতগুণ। বৃষ্টির কারণে ফসলের মাঠে পানি বেড়ে যাওয়ায় ফসল নষ্ট হবার সম্ভাবনা জন্ম নিয়েছে। তাইতো হাঁটু সমান পানিতে কৃষক মাঠে ফসল কাঁটতে ব্যস্ত সময় পার করছে।

দেশের গ্রামাঞ্চলের অনেক জায়গায়ই এখনো ধান কাঁটা হয়নি। হলুদ ধানের সৌন্দর্যে ধানক্ষেতগুলোতে বর্ণিলতা দেখা দিয়েছে। হলদে বর্ণের ধানক্ষেতে সত্যি চোখ জুড়ায় যে কারো।


প্রকৃতিতে এসময়টা কৃষকের জন্য আশির্বাদ হলেও বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে তা যেন অভিশাপে রূপ নিয়েছে। অসময়ের বৃষ্টিতে ফসলগুলো নষ্ট হবার সম্ভাবনা অনেকাংশই বেড়ে যেতে পারে।এতকিছুর পরও প্রকৃতির কাছে চাওয়া- প্রকৃতি আবার সেই পুরোনো, চিরচেনা রূপে ধরা দেবে ধরণীতে। প্রকৃতির আশির্বাদে পরিপূর্ণ হবে কৃষকের গোলা, এমনটাই স্রষ্টার নিকট প্রত্যাশা।