নদীর বুকে ছুটে চলেছে নৌযান

রিফাত কান্তি সেন
Published : 18 June 2018, 09:29 AM
Updated : 18 June 2018, 09:29 AM

চাঁদপুরে রয়েছে বৃহৎ দুই নদী- পদ্মা ও মেঘনা। এ দুই বৃহত্তম নদীর সঙ্গে যোগ হয়েছে ডাকাতিয়া নদী। চাঁদপুরের ডাকাতিয়ার পয়েন্ট থেকে তোলা ছবিতে ডাকাতিয়া নদী অতিক্রম করে ভয়াল পদ্মা মেঘনার দিকে ছুটে চলেছে নৌযান। স্থানীয়রা একে কার্গো নৌযান বলে থাকে। বালু বহনের কাজে ব্যবহৃত  এসব নৌযান 'বাল্কহেড' নামেও পরিচিত।