দ্রব্যমূল্য নিয়ন্ত্রন হয় না কেন? রমজান শেষ হলে হবে নাকি?

সৈয়দ রায়হান আলী
Published : 9 August 2011, 10:53 AM
Updated : 9 August 2011, 10:53 AM

আমরা সাধারন মানুষরা বড় অসহায় সরকার এর নিকট। জনগনের ট্যাক্স ও ভ্যাট এর টাকায় সরকারী সমস্ত প্রশাসন এমনকি শাসন ব্যবস্থাও চলে। তবে কেন তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রন রাখতে পারেছ না। তাহলে কি তারা সবাই ব্যর্থ। আমরা সবাই নাভিশ্বাস। আর পারছি না। আমাদের কেহ বাঁচাও।