এমএলএম প্রতারণা-১

রিংকু
Published : 18 March 2012, 08:40 AM
Updated : 18 March 2012, 08:40 AM

পৃথিবীতে আমরা বহু দিন ধরে শুধু শুনে আসছি এমএলএম কোম্পানিগুলোর কথা । তথা কথিত এমএলএম বা ডিরেক্ট সেল মার্কেটিং ওয়ার্ল্ড এ অনেক জনপ্রিয়তা বেড়েছে। আমাদের অনেক পরেও দেখা গেছে মালয়শিয়া খুব বেহাল অবস্থা ছিল কিন্তু প্রেজেন্ট টিমে এ আমরা এখন জন শক্তি রপ্তানি করছি মালয়শিয়াতে । ওদের উন্নতি করার প্রধান কারণ হল এম এল এম । ওয়ার্ল্ড এ একে REFERRAL MARKETING SYSTEM বলা হয়।

বাংলাদেশ এ 1998 এর দিকে TONG CHONG নামের একটি কোম্পানী দিয়েয়া শুরু হয় এমএলএম যাত্রা এর পর G G N ( GLOBAL GARDEN NETWORK) এর পর শুরু হয় NEW WAY PVT LTD যেটি এখন ও চলছে এখন এআই কোম্পানী কোনো প্রতারণা করতে পরি নি।

তবে খুব তাড়াতাড়ি করবে এর আগে অদের প্লান ছিল 5000 থেক 7000 TKAR মধ্য এখন ওরা আনলিমিটেড ফান্ড কালেকশন করছে এটি মধ্য 130 কোটি TK ছাড়িয়া গেসে তারা এখণ 12 মসে 200% PROFIT দিচ্ছে যেটি BANGLADESH এর জন্য সম্ভব না। সেটি NEW WAY দিচ্ছে ।