এমএলএম প্রতারণা-৩

রিংকু
Published : 19 March 2012, 08:00 AM
Updated : 19 March 2012, 08:00 AM

DISTINY 2000 এর যাত্রা শুরু হয় 2000 সাল থেকে প্রথম দিকে এর জয়েনিং ছিল 2700 টাকা এবং সেটা নেওয়া হতো ফরম এর মাধ্যমে । তবে এর পণ্য ছিল lux সাবান হতে শুরু করে চালও পাওয়া যেত । এদের প্রতারণা ছিল খুব সূক্ষ। যেটা ধরার মত করে ছিল না তবে তারা অনেক লোকজনকে প্রতারণার ভাল লিডার বানিয়ে দিয়েছে এর কোনও বিকল্প নাই ।
একজন লিডারকে বলা হয় psd হতে পারলে সে নাকি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করবে । এর হিসেব হচ্ছে ঐরকম :
প্রথমে যে জয়েন করবেন তিনি একজন ডিস্ট্রিবিউটর । তিনি ২ জনকে জয়েন করাবেন সে ২ জন যখন বামে ২১ জন ডানে ২১ জন জয়েন করবেন টোকন তার একটা cycel পূর্ণ হবে । তাকে কমিশন দেয়া হবে 12500 টাকা কিন্তু তাকে দ্য কোম্পানী লোকজন আর কাঝ থেকে নিচ্ছে 42*2700=1,13,400

তো এখন বলেন?

এটা ছিল 2000 থেকে শুরু করে 2002 পর্যন্ত এরপর শুরু হয় অনেক বড় মাপকটি TREE PLANTATION নামের একটু বেশি কালেক্শন

সেটা হচ্ছে গশে আসে ফড়ে সেটা 5 বসরে 3 গুণ হবে । তখন লিডার একটু বেশি ইনকাম শুরু করে দিল । আর পর dimond, platinam, ঐ রওনক পায় লিডাররা।

সবই হচ্ছে অভিনব প্রতারণা । বর্তমানে তাদের লোকজন হচ্ছে প্রায় 12 লাখ । তবে এদের পালানোর কোনও সুযোগ নাই । অনেক প্রোপার্টি কিনেছে কোম্পানীটি । এদের এমএলএম নীতি মালা দেয়া জরুরী সরকারের। নাহলে এভাবে চলবে প্রতারণা । নিঃস্ব হবে অনেক জনগণ ।

এরপর শুরু হয় আইটি প্রতারণা …..