”ইউনিপে টু ইউ বিডি” এর চেয়ারম্যান শহিদুজ্জামান শাহীন পলাতক

রিংকু
Published : 4 May 2012, 04:23 AM
Updated : 4 May 2012, 04:23 AM

আজ প্রায় ২ বছর হতে চলল, কিন্তু কোনও উপায়, কোনও সমাধান হল না বহুল আলোকিত কোম্পানী UNIPAY2U এর। প্রায় ৭ লক্ষ গ্রাহক এর কান্না শুনল না সরকার,মিডিয়া, এগিয়ে আসল না কোন আইন। অনেক মামলা মোকাদ্দমা হয়ে ও লাভ হল না গ্রাহকদের।

এদিকে ওয়ারেন্ট ভুক্ত আসামি মোহাম্মদ শহিদুজ্জামান শাহীন পালিয়ে গেলেন । তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ থাকে । তিনি গত 17.03.2012 পালিয়ে গেলেন মালয়েশিয়া। তাকে মার-ধর, প্রাণ নাসের হুমকি দেন খুলনাবাসীরা, সেই ভয়ে পালিয়ে গেলেন চেয়ারম্যান শাহীন।

চেয়ারম্যান গ্রাহকদের হাজার হাজার কোটি টাকা নিয়া ঢাকা সহ বিভিন্ন জায়গায় অনেকের নামে জমি, ফ্লাট কিনে রেখেছেন । এই সব হচেছ গ্রাহকদের টাকায় কিনা সম্পত্তি । এখন গ্রাহকদের মনে একটাই প্রশ্ন?

গ্রাহকদের টাকা সরকার কী দিবে, নাকি এটা ও যুবক এর মত বিভিন্ন কমিটি বানাবে? চেয়ারম্যান এর কী কোনও পদক্ষেপ নেওয়া হবে, নাকি তাকে এভাবে ছেড়ে দিবে?
সকল গ্রাহক এর প্রশ্ন।