ইউনিপে টু ইউ বিডি- এ সবই হচ্ছে নাটক শুধু গ্রাহক হচ্ছে অভিনেতা

রিংকু
Published : 9 May 2012, 06:54 PM
Updated : 9 May 2012, 06:54 PM

আমি এই "ইউনিপে টু ইউ বিডি" এর কিছু কথা বলতে চাই !

বহুল আলোচিত কোম্পানী "ইউনিপে টু ইউ বিডি" , এই কোম্পানী যখন শুরু হয় ,তখন এদের প্রপার্টি বলতে ছিল্ একটি সফ্টওয়্যার, যেটি আমরা www.unipay2u.com নামে চিনি । এই সফ্টওয়্যার এর মধ্য সব হিসাব হতো । এদের ক্যালকুলেশন না বুজলে সঠিক হিসাব কেউ দিতে পারবে না ।

হিসাবটা নিম্ন্নরূপ :যখন একটা গ্রাহক ইনভেস্ট করতেন তখন তিনি 10 মাসে দিগুন পাবার জন্য ইনভেস্ট করতেন। কোম্পানী কার্যক্রম শুরু হয় যেদিন থেকে তার পর তারা 18 মাস ব্যবসা পরিচালনা করছেন। তার মনে হচ্ছে সহজ "করিম এর টুপি রহীম এর মাথায় ,রহীম এর টুপি করিম এর মাথায় " ধরেন মি.ক ইনভেস্ট করলেন ,100000 টাকা তাকে ব্যবসা করতে নিয়ে আসছেন মি.এ এখন ক্যালকুলেশন দাঁড়াবে এই রকম যে , মি.ক এর জন্য মি এ পাবেন 10000 টাকা কমিশন । এইভাবে একটা চেন তৈরি হবে এবং সবাইকে কমিশন দিতে হয় ।

{ you you=2 jon you ar income :a 10000 +b 10000
level 1: mr. a mr.b
invest 100000 invest 100000
mr.c 100000 mr.d 100000 mr. e 10000 mr.f 1000000
level 2 : income mr.a=c 10000+d 10000/ income mr.b =e 10000+f 10000
you ar abar income asbe 20000 tk}
(ওরা এইভাবে ইনকাম ক্যালকুলেশন করত তাহলে বাংলাদেশ ব্যাংক যে টাকা আটকে রাখছেন সেটা হলে গ্রাহকদেরও টাকা দেয়া সম্ভব। )

এইটাই ছিল unipay2u এর কার্যক্রম । এইবার যারা প্রথম দিকে ইনভেস্টমেন্ট করছে তারা দিগুন টাকা নিয়ে গেছে । তারা কোথায় ? এখন দেখা জছে যে bank acc যে টাকা আছে সেটা হলে সবার টাকা পরিষদ করা সম্ভব । এই টাকা টা কী unipay2u এর এমডি। ব্লক করে করছেন না গভমেণ্ট ব্লক করছে ???? এর পর বলা হবে তদন্ত কমিটি গঠন করা হচ্চ্হে ? এই সব আমরা সচরাচর যা দেখে যাই !
যদি সরকারের সদিচ্ছা থাকে তবে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়ে ইমন আর শাহীন কে করা নিরাপত্তার মধ্য রেখে গ্রাহকদের টাকা দিতে পারেন । কিন্তু বাংলাদেশ এর ইতিহাসে সেটা দেখা যাই নাই।

গ্রাহক সব সময় ভুল করবে এইটাই নিয়ম, গভমেণ্ট সেটার সমাধান করবে এটাই গভমেণ্ট এর কাজ । কিন্তু গ্রাহকদের বুজতে হবে যে টাকা আসে সেটা যদি ঠিকমত দেয়া হয় তবে সবাই সবার টাকা পাবে । এইটা নিয়ে আন্দোলন করা উচিত ।

আমি বিডি নিউজকে বলব আমার এই লেখাটা যদি একটি বার আপলোড করা হতো তবে সকল গ্রাহক তাদের টাকা ফেরত পেত!