’ভাড়াটিয়া অধিকার রক্ষা কমিটি’ কি করা যায় না?

রণেন দাশ মিশুক
Published : 14 Oct 2011, 04:08 AM
Updated : 14 Oct 2011, 04:08 AM

আজ সকাল থেকে ঘুম থেকে উঠেই মেজাজটা খারাপ হয়ে গেল। আমাদের বাসায় পানি নেই। বাড়িওয়ালা বলে পানি দিতে পারবে না। তাদের বাসায় পানি নাই। তারা বাড়ি বানায় আর ভাব দেখায় আমরা যেন মাগনা থাকি। আমাদেরকে এমনি এমনি্ বাসায় থাকতে দেয়। আমাদের মা-বোন ধরে গালাগাল দেয়। এদের বিরুদ্ধে আমরা অসহায়। আমরা সবাই বানের জলে ভেসে এসেছি। আমাদের সবাই কি এদের বিরুদ্ধে কিছু করতে পারি না? আমাদের সবার কি হাত পা মুখ সব বন্ধ? আমাদের দেশে অনেক মানুষ চলে একমাত্র বাসা ভাড়া দিয়ে। অথচ এই খাতে কোন আইন নেই। নিয়ম কানুনের তোয়াক্কা পর্যন্ত কোন বাড়িওয়ালা করে না। আমাদের মনে হয় এখন সময় হয়েছে এই সমস্যা নিয়ে ভাবার। এত এত সভা সমিতি হয়, ভাড়াটিয়ার অধিকার রক্ষা কমিটি কি করা যায় না?