রাশিদ
Published : 18 Feb 2011, 06:51 PM
Updated : 18 Feb 2011, 06:51 PM

আমাদের বাংলাদেশে বুদ্ধিমান মানুষের বড়ই অভাব । এজন্য এতদিনেও আমাদের জাতীয়তা আমরা ঠিক করতে পারলাম না । পরাশক্তি আমেরিকায় অর্ধশতাধিক প্রদেশ রয়েছে । নৃত্তাত্বিক বিচারে জাতির সংখ্যা একশ ছাড়িয়ে যাবে । অথচ , সেখানে জাতীয়তার পরিচয় নিয়ে আজ পর্যন্ত প্রশ্ন উঠেনি । কারণ, তারা কখনো লিখেনি শ্বেতাঙ্গ জাতি কিংবা কৃষ্ণাঙ্গ জাতি নতুবা অন্য কিছু । আমেরিকায় জাতিগত দাঙ্গা হয় সত্যি , কিন্তু জাতিয়তা বিষয়ে তারা এক ও অভিন্ন । তাদের জাতিয়তা : আমেরিকার জন গন । আমাদের জাতীয়তা হোক বাংলাদেশের জন গন ( এক বচন : বাংলাদেশের লোক ) । এই দেশে বাঙালী, পাহাড়ী, সাওতাল, মুরং, হাজং , গারো, খাসিয়া ও রাখাইন সহ অনেক জাতি রয়েছে । পৃথিবীর সব জাতিকে শ্রদ্ধা করা আমাদের উচিৎ ।