আমরা ছাত্র-ছাত্রী না, আমরা গরু! কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িনা!

রোদেলা
Published : 18 Oct 2011, 07:56 PM
Updated : 18 Oct 2011, 07:56 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িনা তাই আমরা স্টুডেন্ট এর মর্যাদা পাইনা..পুরোপুরি উল্টা ডিরেকশন এ ঢাকা বিশ্ববিদ্যালয় । অথচ শুধু মাত্র একটা হল এর জন্য তারা কার্ড দেখিয়ে নীলক্ষেত থেকে রিক্সা নিয়ে যেতে পারে । আমরা যারা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি , ঢাকা কলেজ , ঢাকা সিটি কলেজ এসব জায়গায় পড়ি, তাদের কেউ যদি নিউ মার্কেট এলাকা পার করতে চায়, ধানমণ্ডিতে অবস্থিত ঢাকা সিটি কলেজ বা অন্য কোনও ইউনিভার্সিটিতে যেতে চায়, তাদের আজিমপুর এলাকা ঘুরে প্রায় ৩০ টাকা বেশি রিক্সা ভাড়া দিয়ে যেতে হয় অথবা এলিফ্যান্ট রোড ঘুরে ল্যাব এইড হসপিটাল পর্যন্ত গিয়ে রাস্তা পার হতে হয় । কেন এত ভোগান্তি আমাদের ….? ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট কম, এটা কি আমাদের দোষ? ট্রাফিক পুলিশ আমাদের বলে, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্ড না থাকলে কথা বলতে আসবেন না "। কেন কিছু বলব না আমরা? আমরা কি সব কোটিপতির সন্তান ?? কেন আমরা সুবিধা পাব না ?? কেন আমরা বেশি খরচ করব ??