জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী সতীর্থ বইমেলা

রোদেলা নীলারোদেলা নীলা
Published : 9 April 2019, 10:57 AM
Updated : 9 April 2019, 10:57 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেখকদের বই নিয়ে ট্রান্সপোর্ট চত্ত্বরে  'সতীর্থ বইমেলা'  মেলা উদ্বোধন হবে বাংলা নতুন বছরের শুরুতেই ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  নির্বাণ প্রকাশের দ্বিতীয় বারের মতো আয়োজিত এই বইমেলা শুরু হবে আগামী ১২ এপ্রিল। চার দিনব্যাপী বইমেলা শেষ হবে আগামী ১৫ এপ্রিল।

বিভিন্ন প্রকাশনী হতে প্রকাশিত জাহাঙ্গীরনগরের বর্তমান ছাত্র, সাবেক ছাত্র এবং শিক্ষকদের বই থাকবে মেলায়।

পাঠক-দর্শনার্থীদের জন্য মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা  থেকে রাত ৯টা পর্যন্ত। বইমেলার পাশাপাশি গত বছরের মতো এবারো থাকছে কবিতা পাঠ, গান এবং উচ্চাঙ্গ সংগীতের আয়োজন।

১২ এপ্রিল সন্ধ্যা ৬টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।, যা চলবে রাত ১০টা পর্যন্ত।