অনিশ্চিত আর অনিরাপদ জীবনের শংকায়

রোকন সিদ্দিকী
Published : 15 August 2012, 09:29 AM
Updated : 15 August 2012, 09:29 AM

সমগ্র জাতি আজ দুর্নীতি, সন্ত্রাস, গুম, খুন, রাহাজানি, মানবাধিকার বহির্ভূত ক্রসফায়ারসহ হাজারো সমস্যায় জর্জরিত অনিশ্চিত আর অনিরাপদ জীবনের শংকায় তীব্রভাবে শংকিত । এদেশের শান্তিপ্রিয় মানুষ বহুবার প্রমাণ করেছে আর যাই হোক এ জাতি কারো কাছে মাথা নোয়াবার জাতি নয় ৷ ১৯৫২, ১৯৫৬, ১৯৬৯, এবং সবশেষে ১৯৭১ সালের রক্তক্ষয়ী সেই যুদ্ধের মাধ্যমেই এ জাতি পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম এক নবজাতকের জন্ম দিয়েছে৷ এত ত্যাগ তিতীক্ষার পর আজও কেন জাতি দিশেহারা? অজানা শংকায় শংকিত?