সাতলা গাঁয়ের শাপলা বিল

রোকসানা আমিন
Published : 14 Dec 2018, 10:53 AM
Updated : 14 Dec 2018, 10:53 AM

 বরিশালের উজিরপুর উপজেলার অপরূপ সুন্দর গ্রাম সাতলা  যেন এক শাপলার রাজ্য। আগাছা আর লতা পাতায় ভরা বিলের পানিতে ফুটে আছে অসংখ্য লাল, সাদা আর বেগুনি রঙের শাপলা।

বিল এলাকায় বছরের দীর্ঘ একটা সময় ধরে পানি জমে থাকার কারণে এখানকার মানুষদের হাতে কাজ থাকে না। তখন তারা শাপলা তুলে বিক্রি করাই হয়ে ওঠে তাদের উপার্জনের অন্যতম পথ। সবজি হিসেবে শাপলার চাহিদা থাকার বাজারে বিক্রিও সহজ হয়।

বিলে শাপলা থাকে প্রায় নয় মাস। তবে আষাঢ় শ্রাবণ মাসে প্রচুর ফুল ফুটতে দেখা যায়। ফুটে থাকা রঙিন শাপলার দল যে মনোরম দৃশ্য চোখের সামনে জাগিয়ে তোলে তা  উপভোগ করতে  এখানে পর্যটকদের আনাাগোনাও বাড়ছে।

তবে শাপলার মৌসুমে অনেক পর্যটকেরা আসলেও এখানে তাদের ভ্রমণের জন্য কোনো সুযোগ-সুবিধা গড়ে উঠেনি। পর্যটকদের থাকার জায়গা নেই, খাওয়ার জন্য নেই কোনো রেস্তোরাঁ, এমনকি বৃষ্টি হলে দাঁড়াবার কোনো জায়গাও নেই। পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকলে শাপলার বিলগুলো পর্যটকদের জন্য ভ্রমণের আকর্ষণকেন্দ্র হতে পারে।