লেখার স্বাধীনতা চাচ্ছি, আছে কি?

রংগন হায়াত
Published : 3 Jan 2012, 06:59 PM
Updated : 3 Jan 2012, 06:59 PM

আমি আমার নিজের লেখার ন্বাধীনতা চাই । আমরা স্বাধীন হয়েছি ৪০ বছর হয়ে গেল এখনো আমাদের কি মনে হয় আমরা স্বাধীন। স্বাধীনতার স্বাদ কি পেয়েছি পেয়েছেন কি আপনারা । আমি তো পাই নি , বাংলাদেশে গনতান্ত্রিক দেশ কাগজে কলমে বুলি আউড়ে চলি এটা , কোন দিক থেকে আমরা গনতান্ত্রিক , কোথায় গনতন্ত্র চর্চা । আমি জানতে চাই তারপর আমি আমার লেখার স্বাধীনতা চাই ?
প্রতিদিন খবর আনে খবরের কাগজ প্রতিদিন মরছে মানুষ ইরাক কাষ্মির লিবিয়া প্যালেসটাইন কিংবা বাংলাদেশে
সচিত্র বর্নমালায় থমকে থাকা স্বপ্নের লাশ প্রতিদিন নতুন খবর রোমাঞ্চিত চায়ের গ্লাস কাটা গলা কাটা মাথা পাকস্থলী এফোর ওফোর রক্তের ফিনকি লেগে শুকনো হাতের থালার উপরধরহীন মুন্ডুমালার সমবেত অট্টহাসিআজকের টাটকা খবর দিন ফুরোলেই কালকে বাসি বল বল কি আসে যায় তোমার আমার রাজনীতি মারবে যাদের তারা তো লাশ সংখ্যা গোনার
অনন্ত সংখ্যা দেখো গুনছে চেনা আঙুলগুলি উদাসিন আকাশ দেখে গনদাহের দীপাবলী
দেখো দেখো ভালো মানুষ নিছক দেখায় কি বা ক্ষতি উলঙ্গ চাদঁও দেখে ছিন্ন হওয়া গর্ভবতী সচিত্র খবর দেখো সিউরে উঠছে গোপন সুখে অশ্লীল রক্ত লেগে তোমার আমার সবার মুখে মৃত ঐ গর্ভ আবার যন্ত্রনাতে উঠবে হেসে ছড়াবে বিষের নেশা মায়ের স্তন বৃন্তে মিশে নিরক্ত চাদেঁর নীচে জন্ম নেবো তুই ও আমি প্রতিটি শবের দেহ আমার নতুন জন্ম ভূমি।।
আমার নতুন জন্মভূমি।।