বাঙলা সাহিত্যের ‘রূপকথা’ বনাম ইউক্রেন সাহিত্যের ‘রূপকথা’

রনি দে
Published : 22 Nov 2011, 02:03 AM
Updated : 22 Nov 2011, 02:03 AM

বাঙলা সাহিত্যের রূপকথা-র কথা মনে আসলে, প্রথমেই যে বইটি চোখের সামনে ভেসে ওঠে, সেটি দক্ষিণারজ্ঞন মিত্রমজুমদারের 'ঠাকুরমার ঝুলি'। রবীন্দ্রনাথ ঠাকুর যেটিকে 'স্বদেশী জিনিস' বলে সাদরে গ্রহন করতে বলেছিলেন। রূপকথার গল্প মানেই টান টান উত্তেজনা, কাহিনীর ভিতর হারিয়ে যাওয়া, কল্পনার জগতে ডানা মেলে উড়তে শেখা। ঠাকুরমার ঝুলি-র প্রায় প্রতিটি গল্পই ঐ রকম। কিন্তু তারপরও ঠাকুরমার ঝুলি-টি যখন ইউক্রেনের রূপকথার পাশে রাখতে চাই, তখন সহজেই দৃষ্ট হয়ে ওঠে সাহিত্যিক মান বিচারে এটি খুব একটা উঁচু মানের না।