বিদেশি দিবস ও আমাদের ভবিষ্যৎ

মোঃ নিয়ামুল হক
Published : 15 Feb 2015, 09:09 AM
Updated : 15 Feb 2015, 09:09 AM

রাস্তা দিয়ে হাটছে এক যুবক।আদর্শ শরীর বলতে যা বোঝায় তার সবই আছে তার মাঝে। পরনে শার্ট প্যান্ট, পায়ে জুতা ।তার শার্টের একটা হাতা লাল, লেখা মেড ইন ভারত। অপর হাতাটি কালো, লেখা আমেরিকায় তৈরী। জুতা একটা ইতালি আর একটা ইংল্যান্ড। প্যান্টও বিভিন্ন রং্যের। ভালো স্বাস্থ্য থাকার পরেও তাকে জোকার জোকার লাগছে। সবাই তাকে দেখে হাসছে।
আমরাও নিজেদের স্বকীয়তা হারিয়ে জোকার হয়ে যাচ্ছি।বিভিন্ন দিবস উদযাপন করতে গিয়ে অন্য জাতিদের হাসির পাত্র হচ্ছি। যে তরুণ প্রজন্ম এ থেকে মুক্তি দেবে, এই আশায় বুক বাধি। তারাই এসব নিয়ে ব্যস্ত বেশি। বিদেশি এজেন্টের মিডিয়া এগুলোতে রং ছড়ায় বেশি। কারন আমাদের বিভ্রান্ত করতে পারলে তাদের লাভ। সবাই একটু সতর্ক হোন, এই অনুরোধ করছি। মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন এক জাতিকে হেদায়েত দান করেন।