ভালবাসা অথবা ঘৃনা এবং একটি মৃত্যু অথবা হত্যা

রণতুর্য
Published : 4 Sept 2012, 04:58 PM
Updated : 4 Sept 2012, 04:58 PM

বর্তমান সময়ের আলোচিত একটি ঘটনার কথা আমি এখানে লিখছি,

একটি মিষ্টি মেয়ে,বয়স বিশ বছর, নাম, ধরেন জুই অথবা মিনারা অথবা মদিনা বানু, দেখতে সে অনেক সুন্দরী, বাড়ন্ত শরীর, চঞ্চল মন, সারাক্ষণ নানা রকম স্বপ্নের জাল বোনাটাই যার প্রধান কাজ, ঠিক এই রকম একটা মেয়ে কেন সেচ্ছায় মৃত্যুবরণ করবে? আর আমাদের এই সুশীল সমাজ তা চোখ খোলে দেখবে, কিছুদিন মামলা মোকদ্দমা চলবে, তারপর কি হবে? মেয়েটির জন্য কয়েকদিন আফসোস করবে, তারপর ভুলে যাবে, অপরাধী নতুন উদ্যোমে আবারো নতুন আর একটা শিকার খুঁজে নেবে, এটাই ঠিক এবং এটাই নিয়ম, আমাদের সিলেটে সিনেমাটিক অথবা বলতে পারেন নাটকীয় একটা মৃত্য/আত্মহত্যা/হত্যার ঘটনা ঘটানো হয়েছে, যার প্রত্যক্ষদর্শী হাজারো জনতা, একটা কিশোরী মেয়ে হঠাৎ একটা বাসার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার ঘোষনা দিলো, আমরা সবাই জানি এই বয়সের একটা মেয়ের প্রচন্ড অভিমানী ও আবেগপ্রবণ একটা মন থাকে, কিছুটা জেদ থাকে, একটা কিশোরী মেয়েকে কেন এভাবে ডেকে এনে হত্যা করা হলো ? ঘটনার আড়ালে ছিল সপ্ন ও কঠিন বাস্তবতার খেলা, এই মেয়েটির মনে কঠিন অবাস্তব স্বপ্নেরা বাসা বেঁধেছিল। আর সে তার স্বপ্নময় প্রাণ বিলিয়ে দিয়ে জনতার উৎসাহের কেন্দ্রে পরিনত হলো ! মিনারা বেগম আমরা নিয়ে তোমার স্বপ্নকে একটু বিনোদিতই হলাম, ক্ষতি কি ? কিন্তু তুমি একটা ভুল করে আরো হাজার মিনার ভাগ্যের পরিবর্তন কি আদৌ আনতে পারবে?

ফেইসবুকের একটা পেজে এর বিস্তারিত নিউজ দেয়া আছে, দেখার জন্য ক্লিক করুন !