মাইক্রোবায়োলজিস্টের রঙ তুলি

রুবায়েত হাসান
Published : 30 March 2017, 10:52 AM
Updated : 30 March 2017, 10:52 AM

কী ভাবছেন ছবিটি দেখে? রঙ তুলি দিয়ে আঁকা নিরীহ এক পেঁচা? আসলে ঠিক তা নয়। এটা হলো ল্যাবরেটরিতে মাইক্রোবায়োলজিস্টের হাতে আঁকা ছবি, যাতে ক্যানভাস হলো ব্যাকটেরিয়া সনাক্ত করার এক ধরনের কালচার মিডিয়া, রং হলো হরেক রকমের ব্যাকটেরিয়া, আর তুলি হলো সরু তার দিয়ে বানানো এক ধরনের লুপ, যা দিয়ে ব্যাকটেরিয়া ছড়িয়ে দেওয়া হয় মিডিয়ারপৃষ্ঠে। এমন ছবি আঁকতে হলে আগে থেকেই জানা চাই কোন ব্যাক্টেরিয়া কি রঙ দিবে, কেননা ছবি আঁকার সময় এসব অণুজীব সাদা চোখে অদৃশ্যই থাকে।

ছবি আঁকা শেষে মিডিয়া প্লেটটিকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সারারাত রেখে দিলে, যেখানে যেখানে তুলির আঁচড়, ঠিক সেখানেই ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে। আর মিডিয়াতে থাকা বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থের সাথে বিক্রিয়া ঘটিয়ে তৈরী করে এই রঙের বাহার। ইকোলাই (গোলাপি), ক্লেবসিয়েলা (বেগুনি), এন্টারোকক্কাস (নীল), প্রোটিয়াস (অরেঞ্জ), আরো কত কি! না মোটেই নিরীহ নয় ….শুধু পটে আঁকা ছবিও নয়। মারাত্মক সব রোগের কারণ হতে পারে এসব ব্যাকটেরিয়া। কিন্তু শিল্পী মনের অদ্ভুত খেয়ালে, রোগজীবাণু দিয়েই হতে পারে এমন চিত্রকর্ম!