এই চরম গরমে মানুষ যেমন অস্থির তেমনি আজিমপুরে পানি সমস্যা প্রকট। দিনে সময় মত পানি না আসা আবার যাও আসে সে পানিতে প্রচুর নোংরা। আবার পানি নিয়ে চলে টাকার খেলা এক লাইনের মানুষ টাকা দিলেই ওদের পানি সমস্যা সমাধান আর অন্যরা ভোগান্তির শিকার। পানি পাম্পে গেলে দেখা যায় পানির চাবি যার কাছে সেই নাই। এটা কেমন নাটক তাও বুঝতে পাড়ছি না। খাবার পানির সমস্যার কারনে অনেকেই দোকান থকে পানি কিনে বাসায় নেয় কিন্তু এটা কয়টা ফেমিলির জন্য সম্ভব ?
গরমের অস্থিরতা আর পানির সমস্যায় ভোগান্তিতে আজিমপুরবাসি
ক্যাটেগরিঃ জনজীবন
রায়হান তানজীম বলেছেনঃ
পানিও অসুবিধার কারনে রুম ছেড়ে এসে খালার বাসায় অবস্থান নিয়েছি ভাই বড়ই কষ্টে আছি। আমি মিরপুর ১ এর ভাড়াটিয়া
শহীদুল ইসলাম প্রামানিক বলেছেনঃ
ধন্যবাদ