যৌতুকের বিরুদ্ধে করতে হবে কঠোর আন্দোলন

রুবেল মাহমুদ
Published : 11 June 2015, 07:37 PM
Updated : 11 June 2015, 07:37 PM

আমাদের এই সোনার বাংলায় যৌতুক প্রথা এখন নির্মূল হয়নি। চলছে এই সিস্টেম ধনী-গরিব সবার ভিতরেই সমান তালে। শুধু কেউ আগেই ঠিক করে নেয় ছেলেকে কত টাকা, কী গাড়ি আর কি কি মালামাল দিতে হবে। আর অন্য দিকে ধনী পরিবারে চলে অন্য সিস্টেম। বাবার কথা থাকে এমন, না আমরা কোন যৌতুক নিব না। আর এটা আমরা পছন্দও করি না। শুধু আপনারা খুশি হয়ে যা দেন এই আর কি! দু-দলের কথার মানে কিন্তু একই। আসলে আমাদের সমাজ থেকে এই প্রথা নির্মূল করতে আগে সরকারকে কিছু কঠোর আইন আর একই সাথে জনসচেতনা সৃষ্টি করতে হবে সামাজিক আন্দোলনের মাধ্যমে । না হলে এই সমস্যা ভাইরাসের মত সব পরিবাকেই গিলে খাবে।