মাননীয় যোগাযোগ মন্ত্রীর কথায় আশার আলো দেখছি

রুবেল মাহমুদ
Published : 23 June 2015, 08:04 PM
Updated : 23 June 2015, 08:04 PM

মাননীয় যোগাযোগ মন্ত্রী আপনি বলেছেন এই বার ঈদে যানজট মানুষের বাড়ি যাওয়ায় ভোগান্তির কারন হবে না। আপনার কথায় আমরা আশার আলো দেখছি। কিন্তু শুধু যানজটই নয় আমরা ঈদে বাড়ি যাওয়ার সময় আরও অনেক ভোগান্তির শিকার হই যেমনঃ অগ্রিম টিকেট ছাড়ার আগেই টিকেট চলে যায় কালোবাজারিদের হাতে সেটা লঞ্চ, গাড়ী, ট্রেন সব ক্ষেত্রেই এখান থেকেও আমাদের মুক্তি পাওয়া দরকার। প্রতিবার মাওয়া সি-বোট এর যাত্রীদের পোহাতে হয় অন্য রকম ভোগান্তি, ২-৩ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও টিকেট পাওয়া যায় না আবার দু-একশ টাকা বেশি দিলেই টিকেট মিলে সহজে আবার টিকেট পাওয়ার পরেও বোট চালকরা টিকেট নিয়ে টানাটানি করে সেটা হারিয়ে বলে আপনার টিকেট নাই আবার কিনতে হবে এমন ভোগান্তিতে সাধারন মানুষের প্রতিবারই পড়তে হয়। তাই আপনার কাছে অনুরোধ দয়া করে বেশিরভাগ বাড়ি ফেরা মানুষগুলোর এই সব সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নিবেন ।