ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয় শান্তিই ধর্মের মূলনীতি

রুবেল মাহমুদ
Published : 25 June 2015, 03:51 PM
Updated : 25 June 2015, 03:51 PM

আমি তাদেরকে বলছি যারা ধর্ম নিয়ে খুব বাড়াবাড়ি করে, ভাই দয়া করে আমাদের এই সোনার দেশটাকে ধর্ম দিয়ে ভাগাভাগি করবেন না। এটা একটা স্বাধীন দেশ এখানে বেশিরভাগ মানুষ মুসলমান কিন্তু এখানে হিন্দু, বৈদ্ধ, খ্রিষ্টান এভাবে অনেক ধর্মের মানুষের বসবাস। এই স্বাধীন দেশে সব মানুষের অধিকার সমান। দয়া করে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে চাপের মুখে রাখার চেষ্টা করবেন না। যে যার ধর্ম নিজের মত পালন করবে এটাই ঠিক। গায়ের জোর দেখিয়ে ধর্মের নামে ব্যাবসা করার জন্য অন্যের সাথে মারামারি কাটাকাটি করাটা একদম উচিৎ নয়। এই দেশের শান্তি, উন্নতি নির্ভর করে প্রতিটি মানুষের উপর কোন একটি ধর্মের উপর নয়। তাই আসুন আমরা সব মানুষ মিলে দেশে শান্তি প্রতিষ্ঠা করি।