শিক্ষিত নয়, কও মানুষ হও!

রুদ্র আমিন
Published : 20 Nov 2016, 07:40 PM
Updated : 20 Nov 2016, 07:40 PM

ওই মিয়া, কথায় কথায় শুধু শুদ্ধ কথা কও ক্যা? আমাগো কতা কি তোমাগো শুদ্ধ মনে অয় না। টিভিতে কও, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কও; যেহানে একটু জায়গা পাও হেহানেই কও। আচ্ছা এতো কি কও? কি সুনদর কতা " বই মানুষকে আলোকিত করে" প্রিয়জনকে বই উপহার দিন। পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। কি সব উল্টা পাল্টা কথা কও। কই কারো মুহে তো হুনি না আগে মানুষ হও, মানুষের লাহান মানুষ হও। আচ্চা কও তো দেহি, এতো সুনদর সুনদর কতা কইয়া কি দেশের মানুষরে ভালো করোন গেছে? যায় নাই, এখন মনে প্রশ্ন জাগে; দেশে কি মানুষ আছে?

তোমাগো লাহান কোট টাই পড়া মানুষকে আমার মানুষ মনে অয় না। মুখে এক কও আর কাজে আরেক। পতিতা পল্লীর জনক হইয়াও মাইয়াগো বেশ্যা কইয়া গাইল দেও। কই কোনো মাইয়া কি তোমাগো লাহান পুরুষ ব্যাটা ছাওয়ালগো বেশ্যার জনক কইয়া গাইল দিছে ? দেয় নাই। অনাথ শিশু রাস্তায় খিদার জ্বালায় চাঁদের লাহান হইয়া শুইয়া থাকে, কই কাউরে তো দেহি নাই মাথায় হাত বুলাইয়া জিজ্ঞাস করতে, এই ছেলে তোমার বাবা কই, মা কই ? যাগগে ওসব কতা। এহন তুমি কও, বুকে হাত দিয়া কও? তোমার বাবা-মায়ের খবর কি ? নাকি তোমরাও ঐ রাস্তায় পইড়া থাকা পোলাপাইনের লাহান কোন খবর জানো না।

চারদিকে বিল্ডিং আর বিল্ডিং, ইট কাঠ রডের বেরায় পৃথিবী বন্দি হইয়া গ্যাছে। বিষাক্ত হইয়া গ্যাছে পরিবেশ। গাছ-পালা কাইটা ধু-ধু মরুভূমি বানাইয়া ফালাইছে জগৎ। সবাই ক্যান যে সুখ খুঁইজা বেড়ায় হেইডাই বুঝি না। দুখ কি সুখ না? ক্যান যে মানুষ ভুইলা যায় জগতের আলো বেশি দিনের লয়।

কারে কি কই, রহিজের দশ বছরের ডাগর মাইয়া তালির পর তালি দেয়া জামা গায় দিয়া স্কুলে যায়। স্কুলে গিয়া বইয়া থাকে শেষ বেঞ্চিতে। কই কোনো মাস্টর তো তারে ডাইকা সবার লগে বসতে কয় না। মানুষ কই আছে? শিশু বয়স তোন ভেদাভেদ শুরু হইচে। বড় বড় জজ, ব্যারিস্টার ওইয়া কি লাভ ওইবো। পরিবার, প্রাথমিক শিক্ষা, পরিবেশ, রহিজের মাইয়ার মতো হাজারও মাইলা পোলাপাইনে ছাড় দেয় নাই। এবার কন তো বই কেমন কইরা মানুষরে আলোকিত করে?

এতো কতা কউন ভালো লাগে না, তবুও ক্যান যে মুখ খানা বিরবির কইরা প্যাচাল পারে হেইডাই বুঝি না। চারপাশ শণির শো শো শব্দ শুনি। বাঁইচা থাকতে আর মন চায় না। সবুজ ধান খ্যাত দেহি না, পোলাইপাইনের খেলার মাঠ দেহি না। খাঁচার পাহির লাগান হগল পোলাপাইন শিক ধইয়া আকাশ দেহে। বনের পশু কি খাঁচায় বাঁইচা থাহে? ছটফট কইরা কইরা একদিন অচিন পথে হাটা শুরু করে। বাঁইচা থাকলেও পাগল হইয়া যায়। হেইডা কি মানুষ আর মানুষ থাহে?

কোট টাই পরা মানুষ গুলা হুদাই চিল্লায়। বলে-শিশুদের খেলার মাঠ চাই, গাছ লাগান পরিবেশ বাঁচান। কই তাগো তো কোনোদিন দেহি নাই গ্রামের বাড়ি গেছে। একটি গাছ লাগাইছে। হাজার বিঘা জমিরের মালিক হইয়াও তো একখান খেলার মাঠ বানায় নাই। হিংস্র বাঘের লাগান সরকারি জমির গন্ধ শুইকা হামলিয়ে পরে। আমি গেন্দু শিকদার গো, গেন্দু শিকদার। আজ কবর থাইকা দেহি যে জমি খেলার মাঠের লিগা দিছিলাম হেইডা ক্ষমতার জোরে তরতাজা পশু গুলা গিলা খাইচে। বাঁইচা থাইহা কবর খুরি সবাই।

উত্তরা, ঢাকা-১২৩০, রাত: ১০:২০, ১০১০২০১৬।