যানজট নিরসনে করনীয়

রুহুল আমীন রুবেল
Published : 30 Jan 2012, 04:29 AM
Updated : 30 Jan 2012, 04:29 AM

যানজট এখন ঢাকা শহরের একটি ব্যাধি হয়ে উঠেছে। প্রতিদিনই এই ব্যাধিতে আক্রান্ত হতে হয় আমাদের। এতে নষ্ট হয় আমাদের মূল্যবান সময়। এই যানজট সৃষ্টি হয়েছে অপরিকল্পিত নগরায়নের কারনে। এ সমস্যা সমাধান করতে না পারলে ঢাকা শহর এক সময় বসবাসের অনুপযোগী হবে বলে আমি মনে করি। কেননা চলাফেরা করতে না পারলে মানুষ শহরে থাকবে কেন? তাই এ সমস্যা সমাধানের জন্য আমি বলছি কয়েকটি সমাধানের কথা। মনে হয় এগুলো হলে যানজট নিয়ন্ত্রনে আসবে।

১। ঢাকায় অফিস আদালত, কল কারখানা আর যাতে না হতে পারে সে ব্যবস্থা নেয়া। এবং কিছু অফিস,ইন্ড্রাট্রিজ ঢাকার পার্শ্ববর্তী এলাকায় স্থানান্তরিত করা।

২। সব কিছু ঢাকায় করতে হবে এ মানসিকতার পরিবর্তন করতে হবে, অন্তত বৃহত্তম স্বার্থে।

৩। নতুন অফিস আদালত, কল কারখানা হলে তা যেন বিভাগীয় শহরে করা হয়। এতে করে মানুষের কর্মসংস্থান যেমন বাড়বে তেমনি ঢাকায় চাপ কমবে।

৪। প্রশাসনের আন্তরিকতা চাই ফুটপাত দখল মুক্ত করতে। কারণ এটি জানজটের অন্যতম একটি কারন।

৫। হাউজিং কোম্পানীগুলোর শুধু ঢাকাতে আবাসন না গড়ে বিভাগীয় শহরে করা উচিত।

৬। ঢাকায় জানজট সৃষ্টির আরেকটি কারন রিকসা এই রিকসার সংখ্যা কমাতে হবে এবং রিকশাওয়ালাদের গ্রামে কৃষি কাজ করতে উদ্বুদ্বু করতে হবে।

৭। স্কুল,কলেজ,ভার্সিটি ইত্যাদি শিক্ষাপ্রতিষ্ঠান বেশী করে ঢাকাতে করতে হবে এই মানসিকতার পরিবর্তন করতে হবে।

৮। যানজটের আরেকটি সমস্যা হল আজকাল কিছু লোক আছেন যাদের টাকা হলেই গাড়ি কিনে নিজের জন্য, মেয়ের জন্য, ছেলের জন্য আবার জামাইয়ের জন্য যা জানজট বৃদ্বি করে।

৯। যেখানে সেখানে গাড়ি পার্কিং যানজটের অন্যতম কারন। এ সমস্যা সমাধান হলে যানজট কমবে বলে মনে করি।

১০। আমাদের সচেতন হতে হবে এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হবে।

সর্বশেষে সরকারের এই বিষয়ে কঠোর এবং আন্তরিক ভূমিকা পালন করা উচিত।