স্মরণকালের মর্মান্তিক মিরসরাই ট্র্যাজেডির ১১ই জুলাইকে ‘জাতীয় শিশু শোক দিবস’ ঘোষণার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন পালিত

মোহাম্মদ হাসান আলী
Published : 29 July 2011, 06:36 PM
Updated : 29 July 2011, 06:36 PM

স্মরণকালের মর্মান্তিক মিরসরাই ট্র্যাজেডির ১১ই জুলাইকে "জাতীয় শিশু শোক দিবস" ঘোষণার দাবিতে গত ২৯শে জুলাই, শুক্রবার বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে পালিত হয়েছে এক বিশাল মানববন্ধন। মানববন্ধনটির আয়োজক- নক্ষত্র সাংস্কৃতি সংসদ (নসাস)। এতে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্যা রোজী কবির, দৈনিক আমার দেশের ব্যুরো চীফ জাহিদুল করিম কচি, মহিলা নেত্রী হাসমত আরা বেগম, জাসাস নেত্রী আখি সুলতানা, সেবা গ্রুপের সিইও মোহাম্মদ আকবর, বাকলিয়া থানা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কুতুব উদ্দীন, মুক্তিযোদ্ধা কবি আবুল কালাম, এডভোকেট দির্গতম বড়ুয়া, নক্ষত্র সাংস্কৃতি সংসদ (নসাস)-এর সদস্যরা সহ আরো অনেকে। এছাড়া মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন- বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, মিরসরাই স্টুডেন্ট এসোসিয়েশন, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি), ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি), চট্টগ্রাম কলেজ, সিটি কলেজ, ইসলামিয়া কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। উক্ত মানববন্ধনে উপস্থিত সবাই দাবির সাথে একমত পোষণ করেন।