স্কুটি চালনায় মেয়েদের মধ্যে বাড়ছে জনপ্রিয়তা

মাহমুদুল হাসান রুমি
Published : 23 Nov 2016, 05:24 PM
Updated : 23 Nov 2016, 05:24 PM

স্কুটি চালনা অনেক মেয়েদের কাছেই শখের বিষয় মনে হলেও অনেকই এটাকে আবার প্রয়োজন বলেই ব্যবহার করছেন। ঢাকা শহরের রাস্তায় স্কুটি চালনা মেয়েদের সংখ্যা নেহাত নগন্য নয়। এছাড়া বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরেও মেয়েদের স্কুটি চালাতে দেখা যায়। কর্মজীবী মহিলা ছাড়াও কলেজ, বিশ্ববিদ্যালয়গামী মেয়েদের কাছেও স্কুটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

স্কুটির সুবিধা হল প্রয়োজন মত নিজের স্বাধীন বেড়ানোর ব্যাপারে অতুলনীয়। ঢাকাতে অবশ্য মেয়েদের স্কুটি চালনার সহয়তার জন্য একটা ক্লাবও আছে, বাংলাদেশ ওমেনস রাইডার্স ক্লাব। আর নিরাপত্তার জন্য বর্তমানে ঢাকার রাস্তায় নেমেছেন ২২ জন নারী ট্রাফিক সার্জেন্ট। তারা লাল রঙের স্কুটি চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন, দায়িত্ব পালন করছেন, যেমনটি এতদিন মোটরসাইকেল চালিয়ে করে আসছিলেন তাদের পুরুষ সহকর্মীরা।

মেয়েদের জন্য সাধারণত ৫০, ৬০ সিসি ইঞ্জিনের স্কুটি সব থেকে উত্তম বলে মনে হয় আমার কাছে। বাংলাদেশে সাধারণত ৫০ সিসির বাইকগুলোই বেশি বিক্রি হয়। মেয়েদের জন্য লাল আর সবুজ কালারই বেশি প্রিফারেবল। সাধারণত ৮৫ হাজার থেকে ১.৫ লাখের মধ্যে ভাল মানের স্কুটি পাপাওয়া যায়। আমার মতে TVS, ZNEN এর বাইকগুলো প্রিফারেবল মনে হয়।

স্কুটি চালনার জন্য কি ধরনের পোশাক পরা উচিত সে বিষয়ে মতিঝিলের এক ব্যাংক কর্মকর্তা মহিলা বলছিলেন, সালোয়ার কামিজ এক্ষেত্রে পরাই উত্তম। তিনি অফিসের পাশাপাশি বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া আসার কাজটাও স্কুটি দিয়েই করেন। স্কুটি চালনার সময় অবশ্য যেগুলো খেয়াল রাখবেন, হেলমেট, জুতা নিতে ভুলবেন না। মেয়েদের জন্য ড্রাইভিং লাইসেন্স নেওয়াও বেশ সহজ। এতে খুব ঝামেলায় পড়তে হয়না।

বাংলাদেশে পাওয়া যায় এমন কিছু স্কুটি ও তার দাম উল্লেখ করছি-

ZNEN T9
Tk 215,000.00

ZNEN Goldfish 50cc
Tk 88,000.00

ZNEN Delivery 50cc
Tk 85,000.00
ZNEN RX 150
Tk 135,000.00
UM Powermax 125
Tk 128,000.00
Sym Jet Power 150
Tk 295,300.00
Mahindra Duro DZ
Tk 140,500.00
Mahindra Rodeo RZ
Tk 145,500.00
TVS Wego-110
Tk 155,000.00

TVS Scooty Pep Plus
Tk 112,000.00

বাইক কেনার আগে অবশ্যই একজনের সাথে আলোচনা করে নিন যে বাইক বিষয়ে আপনাকে ধারনা দিতে পারবে। সবশেষে কথা হল, নিরাপদে চলুন, নিরাপদে রাখুন সবাইকে। ধন্যবাদ।

  1. [ M Hasan Rumi, 23 Nov 2016; External Ref: BBC, WomenRiders, MotoValley]