শুটিং স্পট

Published : 28 Dec 2014, 08:55 AM
Updated : 28 Dec 2014, 08:55 AM

বেশ কিছুদিন ধরে গাজীপুর শহরের পূবাইল এর শুটিং স্পটগুলোতে অবৈধ কার্যকলাপ হচ্ছে। স্পটগুলোতে নানা রকম নেশা জাতীয় জিনিসও নাকি পাওয়া যায়। গাজা, মদ, ইয়াবাসহ অনেক কিছু যার যোগান দিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। স্পট গুলোতে তার পাশাপাশি মেয়ে নিয়ে অসামাজিক কাজ করা হয়। এর ফলে স্কুল-কলেজের ছেলেমেয়েরা সমাজ থেকে ভাল কিছু শিখতে পারবে না। নষ্ট হবে পূর্ণ বিকাশ।

আর এসব কথা চিন্তা করে গাজীপুর ৪১ নং ওয়ার্ড এর কাউন্সিলর জনাব বাছির এর প্রতিবাদ শুরু করেন। যার ফলশ্রুতিতে এলাকার জনগন তার প্রতিবাদে সারা দেন। এখন এই প্রতিবাদ অব্যাহত আছে। পূবাইল ইউনিয়ন এর ১৯টি স্পটকে চিহ্নিত করা হয়েছে। আজ সকালে গাজীপুর ৪১ নং ওয়ার্ড এর বাড়ইবাড়ীর গিন্নীর পতিয়া বাড়ির পাশে যৌন মিলন করার জিনিসপত্র পাওয়া যায়। আরো পাওয়া যায় ইয়াবা খাওয়ার জিনিসপত্র এবং অনেকগুলো সিরিঞ্জ। এতে এলাকার সচেতন জনগন রাগান্বিত হয়ে উঠে এবং কাউন্সিলরকে জানায়।

কিছুক্ষন এর ভিতরে সেখানে কাউন্সিলর উপস্থিত হয় এবং জনগনের কথা শুনেন এবং তাদের এদের বিরুদ্ধে থাকার কথা বলেন। বিকেলে বাড়ইবাড়ী চৌরাস্তা আলোচনা সভার ঘোষণা দেন কাউন্সিলর।