শিক্ষা ব্যবস্থা

Published : 11 March 2015, 05:39 PM
Updated : 11 March 2015, 05:39 PM

পঞ্চম শ্রেণী পাশের সার্টিফিকেট নিয়ে গেলে আপনি আমাকে চাকরি দিবেন? বোধহয় না। কিন্তু না কেন আমার যোগ্যতা আছে সার্টিফিকেট তার প্রমাণ। (আর যদি দেন তবেতো আপনি উদার মনের অধিকারি)

এবার আসি অষ্টম শ্রেণীতে। অষ্টম শ্রেণীতেও কি দিবেন না? এ কি বলেন জে.এস.সি পাশ আমি। এই পাশের দাম নাই বললেন!

এখন তো আমি মাধ্যমিক পাশ। এখন চাকরিটা দেন। তবু দিবেন না শুধু মাত্র ফলাফল খারাপ বলে?

কবে থেকে আসবো?

আসবো না, কিন্তু কেন? আমি মানবিকের ছাত্র তাই এ কাজ করতে পারবো না এ কেমন কথা?

আমি রাষ্ট্রবিজ্ঞান এ পড়ি জাতীয় বিশ্ববিদ্যালয়ে।
কি বললেন এটা কোন সাবজেক্টই না? ঠিক আছে যা বোঝার বুঝেছি।

(নোটঃ শিক্ষা ব্যবস্থার করুণ অবস্থা। প্রয়োজনে আসন কমানো হোক পাশাপাশি প্রতিষ্ঠানও, তবু শিক্ষার সম্মান ফিরিয়ে আনা হোক। এবং পি.এস.সি ও জে.এস.সি পরীক্ষা বাতিল করা হোক। সবাই কী বলেন?)