ভারতীয় সংস্কৃতির আগ্রাসনের কথা আমরা প্রায়ই বলি। আমাদের চ্যানেলগুলো ভারতে প্রবেশাধিকার পায়নি। কিন্তু আমাদের সরকার তাদের চ্যানেলগুলো এদেশে প্রদর্শনের সুযোগ দিচ্ছে, এটা নির্মম সত্য। বাংলাদেশে সরকারি ও বেসরকারি মিলে ২৩ টি টিভি চ্যানেল রয়েছে। আমরা যদি প্রথমেই বলি আমাদের দেশের মানুষ কেন ভারতীয় টিভি চ্যানেল দেখে তার কয়েকটি কারণ আমার মনে হয়ঃ
১। তাদের অনুষ্ঠানের সময়ানুবর্তিতা। (নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শুরু ও শেষ হওয়া)
২। অনেকের মতে তাদের অনুষ্ঠান অনেক আকর্ষণীয়। (মান নিয়ে মতান্তর আছে)
৩। অনেক অনুষ্ঠান দীর্ঘদিন ধরে চলে এবং স্ক্রিপ্টগুলো সমসাময়িক করে।
৪। এক এক চ্যানেল এক এক ধরণের অনুষ্ঠান করে, যেমন, ষ্পোর্টস চ্যানেল, সিনেমা, ইত্যাদি।
৫। বেশীরভাগ সময় বোরিং টাইপের টক শো হয় না।
৬। প্রতি ঘন্টায় ঘন্টায় খবর হয় না।
এবার দেখি আমরা আমাদের চ্যানেলগুলো দেখতে চাই না কেন?
১। খুব জনপ্রিয় ও আকর্ষণীয় অনুষ্ঠান সাধারণত হয় না। (যেমন হুমায়ন আহমেদের নাটক ‘ কোথাও কেউ নেই’, সালাউদ্দিন লাভলুর, ‘রঙের মানুষ’ এমন দর্শক প্রিয় অনষ্ঠান দেখা যায় না)
২। চ্যানেলগুলো খিঁচুড়ি টাইপের মানহীন অনুষ্ঠান প্রচার করে।
৩। অনুষ্ঠানের সময়ানুবর্তিতা বলে কিছু নেই। নয়টার অনুষ্ঠান ১০ টার পরে হয়।
৪। বিরক্তিকর টক শো।
৫। অনুষ্ঠান দর্শকপ্রিয় হওয়ার মত নয়।
৬। সারাদিন খবর হতেই থাকে।
একথা অনস্বীকার্য যে আমাদের সংস্কৃতি অনেক আকর্ষনীয়, আমাদের নাটকগুলো একসময় অনেক মানসম্মত ছিল, আমাদের চলচ্চিত্রের এক সময় সোনালী দিন ছিল, আমাদের দেশেও অনেক মানসম্মত নির্মাতা, অভিনেতা আছে। কন্তু যার যা করার কথা সেটা করা হয় না। আমরা প্রচণ্ড লোভী হয়ে উঠেছি। সংস্কৃতি চলে গেছে মানহীন ব্যবসায়ীদের হাতে। আমরা আমাদের চ্যানেলগুলোতে মানসম্মত , জনপ্রিয় হবার মত অনুষ্ঠান চাই যাতে ডিশ সংযোগ থাকলেও আমাদের দর্শকেরা দেশী চ্যানেল দেখতে অভ্যস্ত হয়ে পড়েন।
নীলকন্ঠ জয় বলেছেনঃ
হাটে হাড়ি ভেঙ্গে দিলেন?
সবগুলোই সত্য কথা।আমরা শুধু ইন্ডিয়ান চ্যানেলের দোষ ধরা নিয়েই ব্যাস্ত।নিজেদের চ্যানেল গুলো ভালো মত সার্ভিস দিচ্ছে না বলেই মানুষের ভারতীয় চ্যানেলের প্রতি ঝোক।
ভালো লিখেছেন ।শুভ কামনা।ভালো থাকুন।
নাদিম সুলতান রুপক বলেছেনঃ
ধন্যবাদ।
হিমালয় হিমু বলেছেনঃ
সহমত
🙁
নাদিম সুলতান রুপক বলেছেনঃ
ধন্যবাদ ও শুভকামনা রইল।
নীল নির্বাসন বলেছেনঃ
ভালো বলেছেন … সময় উপযোগী পোস্ট…
জিনিয়া বলেছেনঃ
নাদিম ভাই, আপনি তো আসল কথাটাই বলেন নাই..বিজ্ঞাপনের অত্যাচার..অনুষ্ঠান পচানোর জন্য এই ব্যাটা বিজ্ঞাপন একই একশ। আর একি তারকার মুখ ঘনঘন সব চ্যানেলে দেখায়, অসহ্য..ইন্ডিয়াতে শুনেছি যে সিরিয়ালে যে অভিনয় করে, সেখানেই সে বছরের বছর থেকে যায়। দর্শকের কাছে সে সেই একমাত্র চরিত্র দিয়েই পরিচিতি পায়..আর আমাদের তারকারা (!!!) কোনও কিছু চিন্তা করে না। খালি টাকা টাকা আর টাকা.।
চমত্কার এই পোস্ট এর জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা।
মগজ - ধোলাই বলেছেনঃ
সব গুলা চ্যানেলে খবর । আমি যদি চ্যানেল করার সুযোগ পাইতাম , তাহলে এই ২৩ টা চ্যানেল এ ২৪ ঘণ্টা কি কি অখাদ্য কুখদ্য আমাদের চোখ কানে দিচ্চে তার উপর একটা নিউজ চ্যানেল করে ফেলতাম ।
এস দেওয়ান বলেছেনঃ
কোলকাতার চ্যানেল গুলোর সাথে ঢাকার চ্যানেল গুলোতুলনা করুন তো ! নিঃসন্দেহে ঢাকার চ্যানেল গুলোর দর্শক অনেক বেশি । কারণ কি জানেন ? কারণ, পশ্চিম বঙ্গের চেয়ে বাংলাদেশের মার্কেট দ্বিগুণ বড় । এখানে বাজারের বড় একটা ভূমিকা আছে । তার পর সমাজেরও একটা ব্যাপার আছে, ভারতীয় সমাজে নৃত্য ও গান-বাজনার যেমন প্রচলন রয়েছে বাংলাদেশের সমাজে তা নেই । ফলে ভারতে আমাদের চেয়ে অনেক বেশি প্রতিভার সন্ধান মেলে । এক জায়গায় যদি এক লক্ষ প্রতিভা থাকে আর অন্য জায়গায় এক হাজার থাকে তাহলে এক হাজার এক লক্ষের সাথে কখনই পারবে না ।
বাংলাদেশী ব্রডকাস্টারদের মধ্যেও গুনি লোকের অভাব আছে । চ্যানেল গুলোকে লেজে গোবরে এক না করে বিশেষ চ্যানেল রূপে চালানোর দরকার । যে কথাটি আপনি উল্লেখ করেছেন; যেমন- সংবাদ, গান, চলচিত্র, নাটক, খেলা, কার্টুন ইত্যাদির ভিন্ন ভিন্ন চ্যানেল হতে হবে ।
সব শেষে বলবো, বড় নদীর ধারা ছোট নদীর দুর্বল ধারার সাথে মিলিয়ে দিলে যেমন ছোট নদীর ধারা বেঁচে থাকতে পারে না, হিন্দী মুভি ও চ্যানেল বাংলাদেশে চলতে দেওয়াটাও ঠিক সেই রকম ব্যাপার ।
বাংলাদেশের কি চ্যানেল ও মুভি আমদানির দরকার আছে ?
সুন্দর একটি প্রসংগে লেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।
মোত্তালিব দরবারী বলেছেনঃ
৩,৪,৬ সাথে জিনিয়া যা কয়(মানে বিজ্ঞাপন)
এই মিলে আমাদের করল ক্ষয়।
সগীর হোসাইন খান বলেছেনঃ
বিজ্ঞাপনের অত্যাচার।
নুরুন্নাহার শিরীন বলেছেনঃ
আমার প্রিয় কবির একজন কবি শঙ্খ ঘোষ-এর পঙক্তি মনে আসছে – “চোখ ঢেকে যায় বিজ্ঞাপনে ………………….” হৃদয় কি দিয়ে ঢাকবে তার কোনও চিন্তা-ভাবনা-চেতনার বালাই নাই …………………কেননা চ্যানেল নির্মাতাদের নির্ঘাত হৃদয় নাই ……………….. 🙂 🙂 🙂
নাদিম সুলতান রুপক বলেছেনঃ
সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আমাদের চ্যানেলগুলো আম জনতার কথা ভেবে অনুষ্ঠানে পরিবর্তন আনবে।