ভারতীয় সংস্কৃতির আগ্রাসনে দেশি চ্যানেল দায়ি

নাদিম সুলতান রুপক
Published : 4 Nov 2012, 09:25 AM
Updated : 4 Nov 2012, 09:25 AM

ভারতীয় সংস্কৃতির আগ্রাসনের কথা আমরা প্রায়ই বলি। আমাদের চ্যানেলগুলো ভারতে প্রবেশাধিকার পায়নি। কিন্তু আমাদের সরকার তাদের চ্যানেলগুলো এদেশে প্রদর্শনের সুযোগ দিচ্ছে, এটা নির্মম সত্য। বাংলাদেশে সরকারি ও বেসরকারি মিলে ২৩ টি টিভি চ্যানেল রয়েছে। আমরা যদি প্রথমেই বলি আমাদের দেশের মানুষ কেন ভারতীয় টিভি চ্যানেল দেখে তার কয়েকটি কারণ আমার মনে হয়ঃ

১। তাদের অনুষ্ঠানের সময়ানুবর্তিতা। (নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শুরু ও শেষ হওয়া)
২। অনেকের মতে তাদের অনুষ্ঠান অনেক আকর্ষণীয়। (মান নিয়ে মতান্তর আছে)
৩। অনেক অনুষ্ঠান দীর্ঘদিন ধরে চলে এবং স্ক্রিপ্টগুলো সমসাময়িক করে।
৪। এক এক চ্যানেল এক এক ধরণের অনুষ্ঠান করে, যেমন, ষ্পোর্টস চ্যানেল, সিনেমা, ইত্যাদি।
৫। বেশীরভাগ সময় বোরিং টাইপের টক শো হয় না।
৬। প্রতি ঘন্টায় ঘন্টায় খবর হয় না।

এবার দেখি আমরা আমাদের চ্যানেলগুলো দেখতে চাই না কেন?
১। খুব জনপ্রিয় ও আকর্ষণীয় অনুষ্ঠান সাধারণত হয় না। (যেমন হুমায়ন আহমেদের নাটক ' কোথাও কেউ নেই', সালাউদ্দিন লাভলুর, 'রঙের মানুষ' এমন দর্শক প্রিয় অনষ্ঠান দেখা যায় না)
২। চ্যানেলগুলো খিঁচুড়ি টাইপের মানহীন অনুষ্ঠান প্রচার করে।
৩। অনুষ্ঠানের সময়ানুবর্তিতা বলে কিছু নেই। নয়টার অনুষ্ঠান ১০ টার পরে হয়।
৪। বিরক্তিকর টক শো।
৫। অনুষ্ঠান দর্শকপ্রিয় হওয়ার মত নয়।
৬। সারাদিন খবর হতেই থাকে।

একথা অনস্বীকার্য যে আমাদের সংস্কৃতি অনেক আকর্ষনীয়, আমাদের নাটকগুলো একসময় অনেক মানসম্মত ছিল, আমাদের চলচ্চিত্রের এক সময় সোনালী দিন ছিল, আমাদের দেশেও অনেক মানসম্মত নির্মাতা, অভিনেতা আছে। কন্তু যার যা করার কথা সেটা করা হয় না। আমরা প্রচণ্ড লোভী হয়ে উঠেছি। সংস্কৃতি চলে গেছে মানহীন ব্যবসায়ীদের হাতে। আমরা আমাদের চ্যানেলগুলোতে মানসম্মত , জনপ্রিয় হবার মত অনুষ্ঠান চাই যাতে ডিশ সংযোগ থাকলেও আমাদের দর্শকেরা দেশী চ্যানেল দেখতে অভ্যস্ত হয়ে পড়েন।