আইডিয়াঃ জাতীয় সমস্যা সমাধান

নাদিম সুলতান রুপক
Published : 16 Nov 2012, 07:40 PM
Updated : 16 Nov 2012, 07:40 PM

আমরা সবাই একটি বিজ্ঞাপন দেখি "এন আইডিয়া ক্যান চেঞ্জ ইওর লাইফ" একটি আইডিয়া বা ধারণা আপনার জীবন বদলে দিতে পারে। রাইট ভাতৃদ্বয়ের প্লেনের আইডিয়া বিশ্বকে কোথায় নিয়ে গেছে তা আমরা সবাই জানি। বিভেন্ন প্রযুক্তির আইডিয়া, তা নিয়ে গবেষণা এবং তার প্রয়োগ বিশ্বকে বদলে দিয়েছে। বিল গেটসের আইডিয়া, স্টিব জবসের আইডিয়া এবং পরবর্তিতে বিশ্বকে বদলে দেয়ার ইতিহাস আমরা সবাই জানি। প্রথম দিকে বিশ্বের বড় একটি ভবনের ডিজাইন এক বাংলাদেশি করছিলেন। আমাদের জাতীয় বিভিন্ন সমস্যার অনেক সুন্দর সমাধান আমাদের দেশের ছেলেমেয়েদের কাছে আছে। আমরা যদি তাদের আইডিয়া গুলো বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে নিতে পারি তাহলে আমরা জাতীয় জীবনের সকল ক্ষেত্রে অনেক সমাধান পেতে পারি। আমাদের যুবক যুবতীরা অনেক ভাল কাজ করছে , বিশ্বের অনেক ভাল জায়গায় প্রতিযোগিতা করে টিকে আছে গর্বের সাথে, অথচ আমরা আমাদের বিভিন্ন সমস্যা সমাধানে কিছুই করতে পারি না,তাকিয়ে থাকি অন্য দেশের দিকে। আমাদের ছেলেরা আন্তজার্তিক পর্যায়ে বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া প্রতিযোগিতায় অসামান্য সাফল্য দেখিয়েছে। জাতীয় যে কোন সমস্যা হোক যেমনঃ বেকার সমস্যা সমধানে নিত্যনতুন ব্যবসায়িক আইডিয়া, বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধানে আইডিয়া, যানজট সমধানে আইডিয়া, ইত্যাদি সকল কিছুতে আমরা সমাধান পেতে পারি। এজন্য সরকার এগিয়ে আসতে পারে, বিভিন্ন এন জি ও এগিয়ে আসতে পারে।