পুরুষ নির্যাতন

নাদিম সুলতান রুপক
Published : 19 Nov 2012, 11:28 AM
Updated : 19 Nov 2012, 11:28 AM

বাংলাদেশের নিভৃতে গ্রামে গ্রামে , শহরের বস্তিতে নারীরা নির্যাতিত হয় আমরা সবাই জানি। নারীর মর্যাদাদান ও ক্ষমতায়নের জন্য সরকার আইন প্রণয়ন, নারীদের বিভিন্ন ক্ষেত্রে কোঠা প্রদান করেছে যাতে তারা সহজেই ক্ষমতা, শিক্ষা ও মর্যাদার অংশীদার হতে পারে। নারীদের সুরক্ষার আইনগুলো বেশ কঠোর, এবং বিভিন্ন ক্ষেত্রে জামিন অযোগ্য। অত্যন্ত পরিতাপের বিষয় হল মধ্যবিত্ত, উচ্চবিত্ত ও নিন্মবিত্ত সব শ্রেনীর পরিবারেই পুরুষ নির্যাতন বেড়ে চলেছে। আজ সমাজে নারী নির্যাতন বিরোধী আইনগুলোর অপব্যবহার বেড়ে চলেছে। মেয়েরা বা মেয়ের পরিবাবের সদস্যরা মিথ্যা মামলা দিয়ে অনেক ছেলের জীবন ও সম্মানের হানি ঘটাচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। অনেক ক্ষেত্রে নারীরা প্রতারণার ফাঁদ পেতে পুরুষদের নির্যাতন করছে। আজকাল দেখা যায় পুরুষরা নারীদের সম্মান করলেও নারীরা তা করছে না, বিশেষ করে উচ্চ মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সমাজের মেয়েরা এ ধরণের অসম্মান করে থাকেন। আমরা নারীর সমঅধিকার, সম্মান চাই, কিন্তু পুরুষ নির্যাতন চাই না।