জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, “তত্ত্বাবধায়ক সরকারের সিঁড়ি দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন। এই সিঁড়ি সরিয়ে নিলে আপনি নিজেই নামতে পারবেন না। এতে আপনার জীবন অবসান পর্যন্ত হতে পারে ।“ তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন “পুলিশকে বাদ দিয়ে মাঠে আসুন, দেখা যাবে কে জিতে।” তাহলে কি জামাত প্রধানমন্ত্রীর জীবনাসানের কোন পরিকল্পনা করেছে? তারা কি দেশে গৃহযুদ্ধ করতে চায়, দেশকে তালেবান রাষ্ট্র বানাতে চায়? আর তারা এসব করছে এখন বিএনপি’র কাঁধে ভর করে। ইসলামের নামে তারা কি শুরু করেছে? আমরাও কি তাদের হাতে নিরাপদ, যখন রাস্তায় চলি? আমরা কোন দেশে বসবাস করছি এখন? যেখানে এমন উগ্রবাদ শুরু হয়েছে। এখন অনেকে তাদের সন্তানকে রাজশাহী, চট্রগ্রাম ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে চান না কারণ শিবির তাদের সন্তানের ক্ষতি করতে পারে। বেগম জিয়া এখন রাজনৈতিক স্বার্থে কি নিয়ে খেলছেন, উনি কি বুঝছেন না উনি বিষাক্ত সাপ নিয়ে খেলছেন, যে সাপ যে কোন সময় উনাকেও কামড়াতে পারে। আওয়ামী লীগও ১৯৯৬এ এ ভুল করেছিল। আমরা এদের কাছ থেকে দেশের মানুষের মুক্তি চাই। এরা সরাসরি দেশের প্রধানের জীবনাবসান করাতে চায়, পুলিশ হত্যা করে। আমরা এদের কাছ থেকে কি মুক্তি পাব না?
জামাতের হুমকি বনাম জামাত চরিত্র
ক্যাটেগরিঃ রাজনীতি
আমিনুল ইসলাম বলেছেনঃ
নাদিম সুলতান রুপক ভাই আপনি কি ছাত্রলীগ নামের কুকুর দের কথা ভুলে গেছেন যারা নারি দর্শন করে ছেঞ্ছুরি করে যারা লগী বৈঠা দিয়ে রাস্তায় মানুষ কে পিটিয়ে মারে ? একজন মন্ত্রী কি করে বলে ছাত্রলীগ যুবলীগ দিয়ে জামাত কে রুক্ষতে । তার মানে কি আমাদের দেশে পুলিশ রেব সেনাবাহিনী থেকে ছাত্রলীগ বেসি শক্তিশালী ? ?
নাদিম বলেছেনঃ
ওরা তো খারাপই, মার্কা মারা খারাপ, কিন্তু ধর্মের নামে মানুষ হত্যা কেঊ চায় না।
Hossain বলেছেনঃ
রুপক সাহেব, যে কেয়ারটেকার এর জন্য অা:লীগ জামায়াতকে নিয়ে প্রায় পেৌন দু’শ দিন হরতাল করে দেশকে অচল করে দিল অাজ ক্ষমতার স্বাদ পেয়ে তা ভুলে গেছে, সে বিষয়টি অাপনি এড়িয়ে গেছেন। গৃহযুদ্ধের হুমকি তো অা:লীগ নেতাদের কাছে শুনেছি ২০০৬-০৭ সালে। তখন অাপনারা বঙ্গভবনের অক্সিজেন পর্যন্ত বন্ধ করতে চেয়েছেন! অবশ্য এজন্য পরে অাপনাদেরকে মাস্ক পড়ে শ্বাস করতে হয়েছিল। অাপনার মন্ত্রী ছাত্রলীগ-যুবলীগের ডাকাতদের দিয়ে শিবির দমনের নির্দেশ দিয়েছেন কোন যুক্তিতে? অথচ পুলিশ বেষ্টিত না হয়ে তারা একটি মিছিল করতে পারে না। নেতাদের ছেলে-মেয়েরা তো দেশে পড়ে না, তারা তো বিদেশে। তাই তারা ছাত্রলীগকে দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলো অরাজকতার রাজত্ব কায়েম করছে। সাধারণ ছাত্রদের মেরে টাকা ছিনতাই করে হল থেকে বের করা (ঢাবির জহু হল), লুটপাট করা, চাদা নেযা, ধর্ষণে সেঞ্চুরী করা, টেন্ডারবাজী করা, দলীয় গ্রুপিংেয় নিজের দলের প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা করা/রগ কাটা (ঢাবির এসএম হলে), প্রকাশ্যে অস্ত্র নিয়ে পুলিশকে সাথে নিয়ে শিবিরকে গুলি করা ইত্যাকার হাজারো ঘটনা অাপনাদের চোখ এড়িয়ে শিবিরের কোন ক্ষতি অাপনার চোখে পড়ল? অাপনি দেখাতে পারবেন ছাত্রলীগের উপরের ঘটনার মত একটা ঘটনা শিবির করেছে। অাসলে অাপনাদের ভীতিটা কি শিবির ভীতি না-কি এর অন্তরালে অন্য কোন ভীতি? প্লিজ, একটু খোলাসা করবেন!
মোঃ তানভীর সাজেদিন নির্ঝর বলেছেনঃ
যারা এমন হুমকি দিয়েছেন তাঁদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা ভুল। তাঁদের চরিত্রটাই এমন হিংস্র। বাংলার সামরিক বাহিনী ছাড়া কেউই গ্রেনেড চিনতো না কিন্তু এরা চিনিয়েছেন, আফগান কেমন তা তাঁরাই বাংলায় বসে বাংলা ভাইদের তৈরি করে আমাদের চিনিয়েছেন, গান পাউডার কি তাও তাঁরাই আমাদের চিনিয়েছেন, সিরিজ বোমা হামলা কি ও কত প্রকার তাও বেশ ভালোভাবে দেখিয়েছেন আমাদের। আর যে নেত্রীর উপস্থিতিতে তাঁরা সঙ্গবদ্ধভাবে হুমকি দিয়েছেন সেই নেত্রীই একদা তাঁহাদের গাড়ির সম্মুখে লাল সবুজের পতাকা তুলে পুরস্কৃত করেছিলেন। তো তাঁর মঞ্চ থেকে এমন হুমকি আসবে এটা স্বাভাবিক। সব কথা তো মহিলা আমীর বলতে পারেন না তাই তাঁর মনের কথা তাঁর প্রিয়জনদের দিয়েই বলিয়েছেন।
ধন্যবাদ অর্থবহ একটি লেখা উপহার দেয়ার জন্য।
বাদল বলেছেনঃ
হোসেন ভাই, ছাত্রলীগ কুকর্ম করে বলে শিবির ও করে, আওয়ামীলীগ অন্যায় করে বলে জামাত ও করবে, তাহলে ওদের ধর্মের নাম ব্যবহার করার দরকার কি? আর শুধু রপক ভাই নয় বেশীর ভাগ বাংলাদেশী ওদের কুকর্ম জানে , যে ওরা ধর্মের নাম ব্যবহার করে মানুষ হত্যা করে রগ কাটে।
পথহারা সৈকত বলেছেনঃ
নৌকা আর ধানের শীষ,
দুই সাপের একই বিষ…..