রহস্যময় সুন্দর মাচু পিচ্চু সভ্যতা – ইনকাদের হারিয়ে যাওয়া শহর

শাহজাদী রিহাস সাবাহ
Published : 3 Jan 2015, 05:29 PM
Updated : 3 Jan 2015, 05:29 PM

অপূর্ব সুন্দর প্রাচীন ইনকা শহর, মাচু পিচ্চু। পেরু পর্বতমালার আড়ালে লুকাইত এবং প্রায় সবসময় কুয়াশায় আচ্ছন্ন থাকায় বহু শতাব্দী ধরে এটি মানুষের অজানা ছিল। পেরুর কাজকো (Cuzco) শহরের উত্তর-পশ্চিম দিকে অবস্থিত মাচু পিচ্চু শহরটি ইনকা রাজাদের ধর্মীয় উপাসনার স্থান ছিল বলে বিশ্বাস করা হয়। ধারণা করা হয়, ১৬শ শতকে স্প্যানিশ সভ্যতা দ্বারা ইনকা সভ্যতা দৃশ্যত নিশ্চিহ্ন হয়ে যায়। ১৯১১ সালে মার্কিন প্রত্নতত্ত্ববিদ হিরাম বিংহাম (Hiram Bingham) এটি আবিষ্কার করেন। ১৯৮৩ সালে এটি ইউনেস্কোর "World Heritage Site" এর অন্তর্ভুক্ত হয় এবং ২০০৭ সালে এটিকে "New Seven Wonders of the World" এ অন্তর্ভুক্ত করা হয়। মাচু পিচ্চুর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের পর প্রায় শত বছর পেরিয়ে গেলেও এখনো এর অনেক বিষয় অজানা রয়ে গেছে। তাই দিন কে দিন এর রহস্যময় সৌন্দর্যের প্রতি মানুষের আকর্ষণ বেড়েই চলেছে।