গণজাগরণের স্লোগান

সাব্বির আহমেদ
Published : 5 Feb 2016, 06:18 PM
Updated : 5 Feb 2016, 06:18 PM

স্লোগানই ছিল শাহবাগ গণজাগরণে গণরায় প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এর পরেই বলতে হবে মোমবাতি, ফুল, পোস্টার, বেলুন, ফানুস দিয়ে বানানো বিভিন্ন আর্ট ওয়ার্কের কথা; কবিতা, গান, ছড়া, কার্টূন, ফেসবুক, পত্রিকার পাতা আর টেলিভিশনের স্ক্রিন ভরা সংবাদ, প্রবন্ধগুলো, টকশো – এসব কিছু নিয়েই হয়েছিল গণজাগরণ। স্লোগানগুলো মনে করে করে এবং ছবি দেখে দেখে লিখতে লিখতে কেমন একটা আবেশ অনুভব করছিলাম। মনে হল আবেশগুলো সকলের জন্য শেয়ার করি – কার, কখন, কি কাজে লাগে কিংবা শুধুই নস্টালজিক করে দেয়ার জন্য। স্লোগানগুলোর মধ্যে থেকে অনেকগুলো ইতোমধ্যে বাস্তব রূপ নিয়েছে। কিছু কিছু বাস্তবায়ণের পথে। অনেকগুলো এখনো অধরা। কেউ কেউ কাল-কালান্তর ধরে পথ দেখিয়ে দেবে।

নিশ্চয়ই নিচের তালিকা থেকে বাদ পড়েছে অনেক স্লোগান। আপনারা তা কমেন্ট আকারে লিখে দিলে বেশ ভাল একটা সংগ্রহ হয়ে যাবে।

জয় বাংলা

ফাঁসি ফাঁসি ফাঁসি চাই

রাজাকারের ফাঁসি চাই

আর কোন দাবী নাই

রাজাকারের ফাঁসি চাই

একাত্তরের হাতিয়ার

গর্জে ওঠো আরেক বার

লাখ শহীদ ডাক দিয়েছে

সব সাথীদের খবরদে

সারা বাংলা ঘেরাও করে

রাজাকারদের কবরদে

তোমার আমার ঠিকানা

পদ্মা-মেঘনা-যমুনা

আমার মাটি আমার মা

পাকিস্তান হবেনা

আমার সোনার বাংলায়

রাজাকারের ঠাই নাই

পাকিস্তানের প্রেতাত্মা

পাকিস্তানে ফিরে যা

তুমি কে আমি কে

বাঙালি বাঙালি

তোমার দেশ আমার দেশ

বাংলাদেশ বাংলাদেশ

মুক্তিযুদ্ধের হাতিয়ার

গর্জে উঠুক আরেকবার

শাহবাগ ঘুমায় না

শাহবাগ জেগে থাকে

মুক্তিযুদ্ধ হয়নি শেষ

গর্জে ওঠো বাংলাদেশ

মুক্তিযুদ্ধের শেষ নাই

রাজাকারের ক্ষমা নাই

কাঁদতে আসিনি

ফাঁসির দাবী নিয়ে এসেছি

রাজাকারের ফাঁসি চাই

অন্য কোন বিচার নাই

রাজাকারের ফাঁসি ছাড়া

রাজপথ ছাড়বো না

আর কোন দাবী নাই

রাজাকার তোর ফাঁসি চাই

রাজাকারেরা ভাই ভাই

এক দড়িতে ফাঁসি চাই

মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি

আইন করে নিষিদ্ধ কর

বাঙলার মাটিতে

রাজাকারের ঠাঁই নাই

বুকের ভেতর জ্বলছে আগুণ

সারা বাংলায় ছড়িয়ে দাও

তুমি কে, আমি কে

বাঙালি বাঙালি

তোমার আমার ঠিকানা

শাহবাগের মোহনা

জামাত শিবির রাজাকার

এই মুহুর্তে বাংলা ছাড়

রক্ত চোষা জানোয়ার

এই মুহুর্তে বাংলা ছাড়

জামায়াতে ইসলাম

মেইড ইন পাকিস্তান

জানি জানি সবই জানি

জামায়াত মানে পাকিস্তানি

গোলাম আযম নিজামী

হারামীর বাচ্চা হারামি

রাজাকারের ঠিকানা

সোনার বাংলায় হবে না

কাফন রেডি

বডি চাই

ক-তে কাদের মোল্লা

তুই রাজাকার, তুই রাজাকার

ন-তে নিজামী

তুই রাজাকার, তুই রাজাকার

গ-তে গোলাম আযম

তুই রাজাকার, তুই রাজাকার

স-তে সাঈদী

তুই রাজাকার, তুই রাজাকার

ক-তে কামরুজ্জামান

তুই রাজাকার, তুই রাজাকার

ম-তে মুজাহিদ

তুই রাজাকার, তুই রাজাকার

স-তে সাকা চৌধুরী

তুই রাজাকার, তুই রাজাকার

শ-তে শিবির

তুই রাজাকার, তুই রাজাকার

ই-তে ইসলামী ব্যাংক

তুই রাজাকার, তুই রাজাকার

র-তে রেটিনা

তুই রাজাকার, তুই রাজাকার

ফ-তে ফোকাস কোচিং

তুই রাজাকার, তুই রাজাকার