হুমায়ূন আহমেদ এবং তার চিকিৎসা

সাবির খান
Published : 24 July 2012, 10:03 AM
Updated : 24 July 2012, 10:03 AM

হুমায়ূন আহমেদ-এর মতো এমন জনপ্রিয় সাহিত্যিক ভুগছিলেন কোলন ক্যান্সারে এবং তার চিকিৎসার জন্য তিনি গেলেন সুদূর আমেরিকায়। সফল অস্ত্রপচারের মাধ্যমে তা নিরাময় হলো বটে, কিন্তু তিনি মারা গেলেন একেবারে ভিন্ন কারণে। ভাইরাসে সংক্রমিত হয়ে তাঁর অকাল মৃত্যু। অনেকেই অনেক কিছু বলছেন, লিখছেন। শোকের মাতম চলছে সারা দেশ জুড়ে। কারও মনে কি এ প্রশ্নের উদয় হয়েছে যে, যে হাসপাতালটিতে তাঁর অস্ত্রপচার হয়েছিল, যারা টাকা না পাওয়া পর্যন্ত তাঁর অস্ত্রপচার করেনি, তাদের সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা (Infection Control) দূর্বল থাকবার কারণেই এমন একজন দেশবরেন্য সাহিত্যিকের অপমৃত্যু হয়েছে! বিষয়টির আইনানুগ দিক ভেবে দেখবার অবকাশ হয়তো থাকতে পারে। As per law, this is the sole responsibility of that hospital or institution that undertakes any surgical intervention to maintain the proper Infection Control System.