শিক্ষা কোন পন্য নয়, শিক্ষা আমার অধিকার

সবুজ আর্য মন্ডল
Published : 16 July 2015, 04:18 PM
Updated : 16 July 2015, 04:18 PM
 আজ বাংলাদেশের সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর উপর ১০% থেকে ৭.৫% ভ্যাট নামিয়ে আনল।বাংলাদেশে এই প্রথম বারের মত সরকারীভাবে আইন করে শিক্ষাকে পন্য হিসাবে বৈধতা দিল। পৃথীবির কোন দেশে শিক্ষার উপর ভ্যাট বসানোর নজির নেই। উপরন্ত পৃথীবির অনন্য দেশে উচ্চশিক্ষার জন্য সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তুকি দিয়ে থাকে, কিন্তু বাংলাদেশ করল তার উল্টোটা, বাংলাদেশেই প্রথম , নাও এবার সরকারের নাম আরেকবার গিনেজ রেকর্ডে উঠবে।

আমরা কি জন্য ভ্যাট দেই?
দেশের সকল বানিজ্যিক পন্যের উপর সরকার বসিয়ে থাকে!
কিন্তু শিক্ষার মত একটি সেবায় সরকার ভ্যাট বসাবে?
কি জন্য এই ভ্যাট?

সরকারী কর্মচারীদের বেতন তো ডাবল করছেন, কিন্তু শিক্ষায় ভর্তুকি দিতে কেন এত অনিহা।

"বাংলাদেশ সরকার টাকা তৈরির আর একটি মেশিন আবিস্কার করল, বেসরকারি বিশ্ববিদ্যালয়"

বেশী বেশী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিন, টাকা কামান আর মন্ত্রী এমপিদের পকেট ভরুন।

"শিক্ষা কোন পন্য নয়, শিক্ষা আমার অধিকার'

মোরশেদ মিশু