স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ

টেক পাগল
Published : 11 August 2011, 02:08 PM
Updated : 11 August 2011, 02:08 PM

বাংলাদেশ সরকার খুব বড় গলায় ডিজিটাল বাংলাদেশ এর স্বপ্ন দেখিয়ে বেড়াচ্ছেন! সেই স্বপ্ন কি আমাদের মধ্যে গাধার মুলা হয়েই থাকবে? গাধার মুলার মত আমাদের সামনে থাকবে r আমরা তার পিছনে ছুটেই যাবো ত যাবই! কখনো পাবো কিনা তার কোন গ্যারান্টি নাই। সম্প্রতি থ্রিজি নেটওয়ার্ক এর পাঁয়তারা শুনা যাচ্ছে। যদি আসে তো স্বাগতম জানাই। বাংলাদেশ আজ আউট সোর্সিংয়ে একটি অন্যতম বড় শক্তি।অনেক মানুষ আজ একে পেশার মত করে নিয়েছেন।কিন্তু সেই বাংলাদেশ এই নাই paypal, alertpayএর মত service!ai কষ্ট কথায় রাখা যাবে? যারা ডিজিটাল বাংলাদেশ এর স্বপ্ন দেখান তারা কি জানেনা যে আইসব সার্ভিস না থাকলে ডিজিটাল বাংলাদেশ গরা পুরপুরি অসম্ভব! কিন্তু তারা একে থোরাই পরওয়া করে থাকেন!এর উপর আবার গত বাজেট এ রেমিটেন্স এ ধরা হয়েছে ১০% কর! যারা এটি করেছেন তারা এক বারের মত ও কল্পনা করতে পারবেন না যে ১০০ ৳ আয় করতে একজনের কতোটুকও কষ্ট হয়,এর উপর টাকা নিয়ে আনতে হয় ভিন্ন মাধ্যমে শেখান থেকেও কাটা পরে।শেষ পর্যন্ত থাকে অল্প কিছু টাকা! এটাই যদি নিয়ম হয়ে থাকে তো নতুন প্রজম্ন কিভাবে আরও বেশি উৎসাহ পাবে! কিভাবে তারা এই মাদ্ধম কে আরও উপরে তুলে নিয়ে যাবে যেখানে কোন সহযোগিতা নাই! এ জন্য অনেক দিন ধরেই আন্দোলন চলছে কিন্তু এ আন্দোলন সফল কতো টুকু?

এখানে এটি আমার ১ম পোস্ট।ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আর আপনার মতামত জানাবেন!