আমি সাম্প্রদায়িক!

সাঈদ নিপুন
Published : 22 Nov 2016, 06:54 PM
Updated : 22 Nov 2016, 06:54 PM

প্রথমে আমি একজন সাম্প্রদায়িক। নিজেকে আর কোনভাবেই অসাম্প্রদায়িক ভাবতে পারি না। যতটুকু জানি বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এদেশের ৯০% মুসলিম। কিন্তু এদেশের বর্তমান পরিস্থিতি একটু তুলে ধরি।এদেশের প্রশাসনের ৫০% উচ্চপদস্থ কর্মকর্তা সংখ্যালঘু। সংখ্যালঘুদের জন্য উপজাতি, আদিবাসি, সংখ্যালঘু কোটা প্রতিটি সেক্টরেই আছে। এত কিছু পাওয়ার পরও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য সংঘ, আদিবাসি সংঘ আর এদের শাহবাগীরা পুলিশি নিরাপত্তাই রাস্তা ব্লক করে তাদের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যায়। পার্বত্য চট্টগ্রামে উপজাতি বৌদ্ধ নেতাদের কর্তৃক পাহাড় ধংস এবং পাহাড়ি বাংগালিদের উপর নানা নির্যাতন করার পর সেই তথাকথিত বোদ্ধ নেতা ঢাকায় এসে সাম্প্র‍্যদায়িকতা নিয়ে কথা বলে আর মিডিয়া ও সেটা রঙ মেখেই প্রচার করে। তারপর ও আমি পুরুদস্তুর অসাম্প্রদায়িক। কিন্তু যখন আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার ও ভারতের কাশ্মীরের সংখ্যালঘু মুসলিমদের সরকারি ভাবে নৃশংস ভাবে হত্যা, ধর্ষণ করা হয়। মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর নৃসংশতা আদিমযুগকেও হার মানায়। এরপর আমি আর অসাম্প্রদায়িক থাকতে পারি না! সাম্প্রদায়িকতার আগুন জলতে থাকে ভিতরে। খুন চেপে যায় মাথায়।

আর বিশ্ববিবেকের কাছে একটা প্রশ্ন, why no justice for muslim? যেখানে ফ্রান্স কিংবা জার্মানিতে কিছু মানুষ মারা গেলে বিশ্ব বিবেক থমকে যায়। সারাবিশ্বে শোকের ছায়া নেমে আসে। অথচ ফিলিস্তিন, সিরিয়া, কাশ্মীর, মায়ানমারে নির্বিচারে হাজার হাজার মুসলিমদের মারা হলেও সেটা বিশ্ব বিবেকের চোখে পড়ে না। তবে আমরা মুসলিমরা কি মানুষ না?