স্বৈরাচারবিরোধী কমরেড শিবলী কাইয়ুম মারা গেছেন

সোহাগ
Published : 19 Nov 2011, 09:32 AM
Updated : 19 Nov 2011, 09:32 AM

স্বৈরাচারী এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তাকে গ্রেপ্তার করে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে পরে তার সাজা মওকুফ করে মুক্তি দেওয়া হয়। তার প্রচেষ্টায় সমমনা সংগঠন ও ব্যক্তিদের নিয়ে গড়ে উঠে সাম্রাজ্যবাদ-সম্প্রসারণবাদ বিরোধী ফ্রন্ট- 'নয়া গণতান্ত্রিক গণমোর্চা।

সম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের এই নেতার মরদেহ বারডেম হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে তার প্রতি শ্রদ্ধা জানাবে ছাত্র সংগঠনগুলো।