দেয়ালে দেয়ালে প্রতিবাদ

রফিকুল ইসলাম সাগর
Published : 14 Feb 2013, 07:28 AM
Updated : 14 Feb 2013, 07:28 AM

অন্যায়,অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাড়াতে চায় অনেকেই। কিন্তু ভয় সহ নানান কারণে সেই ইচ্ছা নিজের মনের ভিতরেই লুকিয়ে থাকে। যদি আমার ডাকে কেউ সারা না দেয় এমন চিন্তা-ভাবনায় আর কিছু করা হয় না। মানুষ চাইলে সব সম্ভব। এক জন আরেকজনের কাধে কাধ মিলালে অসম্ভব হয় সম্ভব। তারই প্রমান যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগে জড়ো হওয়া লক্ষ্ লক্ষ মানুষ। সবার দাবি একটাই রাজাকারের ফাসি চাই। এছাড়া সারা দেশের মানুষ নিজ নিজ অবস্থানে থেকে যে যেভাবে পারছে প্রতিবাদ করছে।
গোটা ঢাকা ইউনিভার্সিটি এলাকা ও শাহবাগের প্রজন্ম চত্বরের দেয়ালে দেয়ালে কার্টুন শিল্পীরা একেছেন নানা ধরনের কার্টুন। শিল্পীরা কার্টুনের মাধ্যমে জানিয়েছেন তাদের প্রতিবাদ। এই সব কার্টুনে দেখানো হয়েছে রাজাকারদের অত্যাচারের কিছু নমুনা,তার সাথে করা হয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি। এই সব কার্টুন শিল্পীদের স্যালুট জানাই।

–ছবিটি চারুকলা একাডেমির একটু সামনের দেয়াল থেকে তোলা হয়েছে।