বিডিনিউজ টোয়েন্টিফোর কার্যালয়ে সন্ত্রাসী হামলার বিচার চাই

রফিকুল ইসলাম সাগর
Published : 29 May 2012, 05:01 PM
Updated : 29 May 2012, 05:01 PM

একের পর এক সাংবাদিকদের উপর হামলা চলছেই। যারা খবর সংগ্রহ করেন তারাই হচ্ছে খবর। দেখার যেন কেউ নেই। বিচার শুধু তদন্ত পর্যন্তই সীমাবদ্ধ। কার কাছে বিচার চাইব ? কবে নিরাপদে রাজপথে ঘুরে বেড়াতে পারবো? দেশের কোনো মানুষই নিরাপদ না। নিরাপত্তা চাই! বিচার চাই ! এই দাবী জানাতে জানাতে আমরা অতিষ্ট। বিচার হবে কিনা, নিরাপত্তা পাবো কিনা এই প্রশ্নের উত্তর জানিনা। কারো কী জানা আছে? দেশের নাগরিকদের দাবী দাওয়ার কোনো মুল্য নেই। দেশে এখন নির্দিষ্ট কিছু লোকের আমাদের না। দেশটা সন্ত্রাসীদের,অপরাধীদের,দুর্নীতিবাজদের আর কারো না।

সোমবার বিডিনিউজ টোয়েন্টি ফোর কার্যালয়ে সন্ত্রাসী হামলা আবারো প্রমান করে দিলো। দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই। দেশে কোনো আইন নেই। সন্ত্রাসীরা নির্মম ভাবে কুপিয়ে জখম করেছে সাংবাদিকদের। আমি এই ঘটনার নিন্দা জানাই। ধিক্কার জানাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে। কিছু মানুষ সাংবাদিকদের মুখ বন্ধে উঠে পরে লেগেছে। এরা কারা ? এদের কঠিন বিচার চাই। বিচার করতে হবে।