খেও জাল দিয়ে মাছ ধরা গ্রামে বড় হওয়া সবার কাছেই খুব কমন। তবে খেও জাল মারা কিন্তু খুব সহজ কাজ না। সবাই পারে না। একেতো অনেক শক্তির দরকার, সাথে প্র্যাকটিস। নইলে জাল মারলেও ভালো করে ছড়ায় না, গুছিয়ে থাকে। কিন্তু এই কিশোর বেশ সুন্দর ভাবেই খেও জাল মারছে। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা থেকে তোলা নাম না জানা এক কিশোরের খেও জাল মারার দৃশ্য।
খেও জাল মারা
ক্যাটেগরিঃ ফটো
পছন্দের পোস্ট করতে আপনাকে লগইন করতে হবে।