উবুন্টু ১৬.০৪ ‘জেনিয়াল জেরাস’ এর প্রকাশনা উদযাপন

সগীর হোসাইন খান
Published : 8 May 2016, 05:36 PM
Updated : 8 May 2016, 05:36 PM

বিগত ২১শে এপ্রিল ২০১৬ইং উবুন্টুর সাম্প্রতিকতম সংস্করণ ১৬.০৪ "জেনিয়াল জেরাস" সাংকেতিক নামে প্রকাশিত হয়েছে। উবুন্টু'র প্রতিটি সংস্করণ প্রকাশিত হবার পরপরই বিশ্বের প্রায় প্রতিটি উবুন্টু লোকো (লোকো == লোকাল কমিউনিটি == দেশীয়/স্থানীয় ব্যবহারকারী, মানোন্নয়কারী, অনুবাদক) উবুন্টুর এই প্রকাশনাকে বিভিন্ন রকমের আনন্দ আয়োজনের মাধ্যমে উদযাপন করে থাকে। যার নামকরণ করা হয় — "উবুন্টু রিলিজ পার্টি" শিরোনামে। এটি একটি বৈশ্বিক আয়োজন বা গ্লোবাল ইভেন্ট অর্থাৎ এটি সারা বিশ্বেই পালিত হয়ে থাকে।

তাই এবারের এই নতুন সংস্করণটি প্রকাশিত হবার পর আমরাও বিশ্ববাসীর সাথে এই আনন্দ আয়োজন উদযাপনের আকাঙ্খা ব্যক্ত করছি। ইনশাল্লাহ আগামী ১৩ই মে ২০১৬ইং, শুক্রবার বিকাল ৪টা থেকে ৬টা অবদি আমরা বাংলাদেশের উবুন্টু প্রেমীরাও, "উবুন্টু ১৬.০৪" বা "জেনিয়াল জেরাস" এর প্রকাশনা উদযাপন করবো।
আয়োজনের বিস্তারিতঃ
স্থান: মিলনায়তন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
তারিখ: ১৩ই মে ২০১৬ইং, শুক্রবার।
সময়: বিকাল ৪টা থেকে ৬টা

আয়োজন সূচীঃ
# উবুন্টু কী, কেন?
# উবুন্টু ব্যবহারকারীদের নির্ভেজাল আড্ডা ও অভিজ্ঞতার গল্প
# উবুন্টু ১৬.০৪ এর নতুন বৈশিষ্ট্যগুলো নিয়ে মিনিট সাতেকের একটি চলমান চিত্র প্রদর্শনী
# কেক কেটে উবুন্টু'র নতুন প্রকাশনা উদযাপন

আয়োজনে আপনার অংশগ্রহণ নিশ্চিত করে আমাদেরকে তথ্য দিন, আয়োজনে সহযোগীতা করুন — http://goo.gl/forms/JeCqZnmW0C
পরিবহন এবং পার্কিং তথ্য সহ:ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ডিটি-৪ও৫ এর নীচে পার্কিংয়ের জন্য যথেষ্ট জায়গা রয়েছে।