হরতাল-অবরোধ সফলের জন্য মিডিয়াই দায়ি

এম.এস. হাবিব বেপারি
Published : 6 April 2015, 07:06 PM
Updated : 6 April 2015, 07:06 PM

আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলতে পারি, হরতাল, অবরোধ সফল করার জন্য যারা সবচেয়ে বেশী দায়ী তারা হলেন মিডিয়া।কারন, মিডিয়া যদি হরতাল-অবরোধের কথা প্রচার না করে তাহলে অনেক জনগনই হরতাল-অবরোধের কথা জানবে না, ফলে হরতাল-অবরোধ সফল হবে না, আর এর ফলে যেই দলগুলো হরতাল-অবরোধের ডাক দিবে তারা জনগনের কাছে তাদের গ্রহনযোগ্যতা হারাতে থাকবে। এভাবে কয়েকদিন চললেই বিরোধীদলগুলো ক্রমেই হরতাল-অবরোধ থেকে সরে আসতে বাধ্য হবে। হরতাল-অবরোধের সফলের পিছনে মিডিয়াই ৮০% ভূমিকা রাখে তাদের প্রচারের মাধ্যমে। কারন , তারা যদি মিডিয়াতে হরতাল-অবরোধের কথা প্রচার-প্রকাশ না করত তাহলে জনমনে এত ভয়ভীতির সৃষ্টি হত না, আর নাশকতাও এত বেড়ে যেত না।

তাই, আমি বর্তমান বাংলাদেশের কর্ণধার, ডিজিটাল বাংলাদেশের পথিকৃত, বঙ্গবন্ধুর যোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন করতে চাই, তিনি যেন মহান সংসদে এমন একটি আইন পাশ এবং বাস্তবায়ন করান যার মাধ্যমে মিডিয়াগুলো তাদের মিডিয়াতে হরতাল-অবরোধের কথা প্রচার এবং প্রকাশ বন্ধ করতে বাধ্য হয়। এতে করে আমাদের দেশে হরতাল-অবরোধের গ্রহনযোগ্যতা, নাশকতা অনেকাংশে কমে যাবে এবং দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে, জাতি পাবে একটি আলোকিত এবং ডিজিটাল বাংলাদেশ।