কে বলেছে আমরা পারিনি??? আমরা পেরেছি,অবশ্যই পেরেছি।।।

প্রীতম
Published : 24 August 2015, 03:21 PM
Updated : 20 Feb 2011, 02:04 PM

কে বলেছে আমরা পারিনি??? আমরা পেরেছি,জয় না পেলেও সারা বিশ্ব দেখেছে আমরা আর আগের সেই বাংলাদেশ নেই। আজ আমরা অনেক পরিবর্তিত,অনেক শক্ত। আজ আমরা আর রানের চাপে হুড়মুড় করে ভেঙ্গে পড়িনা। আমরা এখন ১৬ কোটি মানুষের প্রত্যাশার চাপ সহ্য করে খেলতে পারি। আমরা ৩৭০ রান তাড়া করতে নেমে বুক চিতিয়ে লড়তে পারি। প্রতিপক্ষকে চমকে দিতে পারি। আমরা আজ বিশ্বের ২ নং দলের সাথে খেলে প্রমান করেছি যে কাউকেই হারানোর ক্ষমতা আজ আমাদের আছে।

মাশরাফিকে আজ কিছুটা হলেও Miss করলাম।

সবাইকে একটা অনুরোধ করব, আমরা যেন আমাদের দলের উপর আশা না হারাই। দিনের শেষে এরা আমাদেরই ভাই। এটা আমাদেরই দল।।।

আমার বিশ্বাস আমরা বেশীরভাগই এটাই বিশ্বাস করি। কাল টি.এস.সি তে খেলা দেখছিলাম। খেলার শেষ পর্যায়ে যখন আমাদের জেতার আশা নেই,তখনও একটি চার,একটি সিঙ্গেলস্ পর্যন্ত যেভাবে তুমুল হর্ষধ্বনির মাধ্যমে বরন করে নিচ্ছিল সবাই সেটা দেখে আমি এতটুকু আশা করতেই পারি। আবার স্টেডিয়ামে ম্যাচের শেষ ওভারেও যখন গ্যালারিতে "বাংলাদেশ,বাংলাদেশ" রব উঠল,তাও তো আমাকে আশাবাদী করে তুলছে।

আশা করি সবাই এভাবেই আমাদের দেশকে সমর্থন দিয়ে যাবে।।।